আমোদ ডেস্ক
খেলায় টসে জিতে বোলিং বেছে নিয়ে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশ। ম্যাচের শুরুতেই পাকিস্তান শিবিরে বাবর আজমকে আউট করে আঘাত হানেন মেহেদী হাসান মিরাজ। পরে নিজেকে মেলে ধরার আগেই হায়দার আলীকে সাজ ঘরে পাঠান তাসকিন।
শুরুতে মিরাজের প্রথম স্পেলের প্রথম বলেই ক্যাচ আউট হন পাক অধিনায়ক বাবর আজম। তারপরই নাসুমের তৃতীয় ওভারের ৫ম বলে একইভাবে বল উঠিয়ে মারতে গিয়ে ক্যাচ হন শান মাসুদ। ক্যাচ ধরেন মাহমুদ হাসান। পরে তাসকিনের শিকার হন হায়দার আলী। ইয়াসির আলীর হাতে ক্যাচ আউট হবার আগে তিনি করেন ৬ রান। এর আগে একইভাবে বল উঠিয়ে মারতে গিয়ে মুস্তাফিজুর রহমানের কাছে ক্যাচ দেন বাবর। আউট হবার আগে বাবর করেন ২২ রান আর শান মাসুদ করেন ৩১ রান।
নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে ম্যাচটি আজ শুক্রবার (৭ অক্টোবর) বাংলাদেশ সময় সকাল ৮টায় শুরু হয়।
ম্যাচে ৭৮ রানের দারুণ ইনিংস উপহার দিয়েছেন পাকিস্তানের উইকেটরক্ষক ব্যাটসম্যান মোহাম্মদ রিজওয়ান। ৫০ বলে ৭২ রান করে অপরাজিত থাকেন তিনি। টাইগারদের বিপক্ষে একাই লড়ে গেছেন তিনি। নিজের ক্যারিয়ারের ঊর্ধ্বগগনে রয়েছেন এই ব্যাটার। এদিকে ২৫ বল খেলে ২২ রান করে সাজ ঘরে ফেরেন অধিনায়ক বাবর আজম। শান মাসুদ করেন ২২ বলে ৩১ রান এবং ৬ বলে ৬ রান করে আউট হন হায়দার আলী। ৫ বল খেলে ৮ রানে অপরাজিত থাকেন মোহাম্মদ নওয়াজ।
মোবাইল: ০১৭১৭-৯১০৭৭৭
ইমেইল: newsamod@gmailcom
www.amodbd.com