প্রতিনিধি।।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, একটি মহল ছাত্র-জনতার বিজয়কে নস্যাতের অপচেষ্টা করছে। গত ১৫-১৬ বছরে সবচেয়ে বেশি নিপীড়নের শিকার বিএনপির বিভিন্ন নেতার বিরুদ্ধে কথা বলে পুরো দলকেই বিতর্কিত করার চেষ্টা হচ্ছে। গণমাধ্যমে আমাদের নেতাকর্মীদের ভাবমূর্তি নষ্ট করা হচ্ছে। অথচ আমরা বারবার বলে আসছি দখলদারদের সাথে বিএনপির কোনো সম্পর্ক নেই। দলের নাম ভাঙ্গিয়ে এসব অপকর্মে জড়িতদের পুলিশে ধরিয়ে দিতে হবে। তাদের ব্যাপারে দলীয় কোনো সুপারিশ থাকবে না। এসব দুর্বৃত্তদের প্রতিহত করতে হবে।
শনিবার (৩১ আগস্ট) দুপুরে কুমিল্লার লালমাই উপজেলায় বিএনপি আয়োজিত ত্রাণ বিতরণীতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। স্থানীয় ছোট শরীফপুর হাইস্কুল মাঠে অনুষ্ঠিত অনুষ্ঠানে উপজেলার দুই সহস্রাধিক বানভাসি মানুষের মাঝে বিএনপির পক্ষ থেকে ত্রাণ সামগ্রী এবং ওষুধ তুলে দেয়া হয়। বিএনপি নেতা মাসুদ করিমের সভাপতিত্বে এতে প্রধান বক্তা ছিলেন সাবেক এমপি মনিরুল হক চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক এবং কুমিল্লা দক্ষিণ জেলার আহ্বায়ক আমিন-উর-রশিদ ইয়াছিন, শিক্ষক নেতা অধ্যক্ষ সেলিম ভূঁইয়া, কুমিল্লা বিভাগীয় বিএনপির সহ- সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া ও কেন্দ্রীয় নির্বাহী সদস্য ড. খন্দকার মারুফ হেসেন। বক্তব্য রাখেন কুমিল্লা মহানগর বিএনপির আহবায়ক উৎবাতুল বারী আবু, সদস্য সচিব ইউসুফ মোল্লা টিপু, কুমিল্লা মহানগর বিএনপির সাবেক আহবায়ক আমিরুজ্জামান আমির,বিএনপি নেতা নিজাম উদ্দিন কায়সার ও শফিউল আলম রায়হানসহ অন্যান্য নেতারা।
মির্জা ফখরুল আরও বলেন, বিএনপি সব সময়ই বন্যাসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে জনগণের পাশে থাকে। ভবিষ্যতেও যেকোনো ক্রান্তিকালে সহযোগিতা অব্যাহত থাকবে। তিনি বলেন, বর্তমান অন্তর্বর্তী সরকারের মেয়াদ মাত্র ২০-২২ দিন। কাজেই তাদেরকে সময় দিতে হবে। যেন সবাইকে নিয়ে একটি সুষ্ঠু নির্বাচন দিতে পারে। আগ বাড়িয়ে কোনো কথা বলা ঠিক হবে না। সব রাজনৈতিক দলের মতামতের ভিত্তিতে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণকে সঠিক প্রতিনিধি নির্বাচিত করার সুযোগ দেয়ার আহ্বান জানান তিনি।
মোবাইল: ০১৭১৭-৯১০৭৭৭
ইমেইল: newsamod@gmailcom
www.amodbd.com