প্রতিনিধি।।
কুমিল্লার দাউদকান্দিতে তালের শাঁস খেয়ে বমি করার পর অসুস্থ হয়ে হাবিবা আক্তার (১১) নামের ৬ষ্ঠ শ্রেণির এক স্কুল ছাত্রীর মৃত্যু হয়েছে। উপজেলার গৌরিপুর আফতাব-সুবল হাইস্কুলে এই ঘটনা ঘটে। সে পার্শ্ববর্তী তিতাস উপজেলার নাগেরচর গ্রামের জিয়াউল হকের মেয়ে।
স্কুল সূত্রে জানা যায়, সকাল ১০টায় স্কুলের প্রথম ক্লাস শুরু হয়। প্রথম ক্লাস চলার শেষ পর্যায়ে ওই ছাত্রীর মা নাস্তা নিয়ে স্কুলে আসেন। সকাল থেকে মেয়ে কিছু খায়নি বলে স্কুল কর্তৃপক্ষকে জানান তিনি। নাস্তায় রুটি ও তালের শাঁস ছিল। মা চলে যাবার পর প্রথম ক্লাস শেষ হয়। এসময় হাবিবা রুটি না খেয়ে শুধুমাত্র তালের শাঁস খায়। একটু পর বমি শুরু হয় তার। বমির একপর্যায়ে অসুস্থ হয়ে পড়লে তাকে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়।
স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ সেলিম জানান, ওই ছাত্রী অসুস্থ হয়ে পড়লে স্কুল থেকে তাকে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করি। এর মাঝেই তার আত্মীয়স্বজনদের খবর দেওয়া হয়। দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকায় রেফার করা হলে পথে তার মৃত্যু হয়।
দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. তৌহিদ আল হাসান জানান, ওই ছাত্রীকে হাসপাতালে আনার পর সে অবচেতন ছিল। আমরা তাকে ঢাকায় রেফার করি। তিনি জানান, ওই ছাত্রী স্কুলে আসার পর তালের শাঁস খায়। এরপর বমি করে অসুস্থ হয়ে পড়ে। আমরা তাকে ঠিকভাবে পরীক্ষা করার মতো পর্যাপ্ত সময় পাইনি। ঠিক হিটস্ট্রোকে সে মারা গেছে কিনা, তাও নিশ্চিত নই।
মোবাইল: ০১৭১৭-৯১০৭৭৭
ইমেইল: newsamod@gmailcom
www.amodbd.com