দাউদকান্দি উপজেলার নৈয়াইর ড. খন্দকার মোশাররফ হোসেন উচ্চ বিদ্যালয়ে এইচআরআরএস টেকনিকাল ট্রেনিং সেন্টারের উদ্যোগে বহুমুখী কারিগরি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়েছে। শনিবার বিকালে হিউম্যান রাইটস রিভিউ সোসাইটির আয়োজনে ও বিটেশ্বর ইউনিয়ন উন্নয়ন ফোরামের সহযোগিতায় বিনামূল্য কারিগরি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়। উদ্বোধনী ক্লাসে এইচআরআরএস টেকনিক্যাল ট্রেনিং সেন্টারের প্রকল্প পরিচালক আব্দুল কাইয়ুম সরকার নীরবের সভাপতিত্বে বক্তব্য রাখেন, নৈয়াইর ড. খন্দকার মোশাররফ হোসেন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফেরদৌস রহমান, বিটেশ্বর ইউনিয়ন উন্নয়ন ফোরামের উপদেস্টা মো. শাহীন আহম্মেদ চৌধুরী, সংগঠনের সাধারণ সম্পাদক ও দৈনিক ইত্তেফাকের দাউদকান্দি সংবাদদাতা সাংবাদিক শরীফ প্রধান। অনুষ্ঠানটি পরিচালনা করেন হিউম্যান রাইটস রিভিউ সোসাইটির কেন্দ্রীয় সিনিয়র পরিচালক আমিনুল ইসলাম আহাদ
এই প্রশিক্ষণ কর্মসূচির আওতায় কম্পিউটার পরিচালনা, ইলেকট্রিক্যাল ওয়ার্কস, প্রশিক্ষণসহ বিভিন্ন কারিগরি দক্ষতা অর্জনের সুযোগ পাবেন স্থানীয় শিক্ষার্থীরা ও তরুণরা। উদ্যোক্তাদের মতে, এ কর্মসূচি শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন এবং ভবিষ্যতে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে সহায়ক ভূমিকা রাখবে।
অতিথিরা বক্তব্যে বলেন, "এ ধরনের প্রশিক্ষণ কর্মসূচি তরুণদের স্বাবলম্বী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রযুক্তিগত দক্ষতা অর্জনের মাধ্যমে তারা আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে পারবে।"
অনুষ্ঠানের শেষ পর্যায়ে প্রশিক্ষণার্থী শিক্ষার্থীদের হাতে প্রশিক্ষণ নিয়মাবলী ভর্তির ফরম বিতরণ । বিদ্যালয় কর্তৃপক্ষ আশা প্রকাশ করে যে, এই ফ্রি কারিগরি প্রশিক্ষণ কর্মসূচি এলাকার তরুণ সমাজকে দক্ষ করে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
-প্রেস বিজ্ঞপ্তি।
মোবাইল: ০১৭১৭-৯১০৭৭৭
ইমেইল: newsamod@gmailcom
www.amodbd.com