প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৪, ২০২৪, ১:২৬ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১৭, ২০২১, ৮:৪৩ অপরাহ্ণ
দাউদকান্দি উপজেলা ছাত্র অধিকার পরিষদের বৃক্ষরোপণ
মোহাম্মদ শরীফ।।
'দেশের বায়ু দেশের মাটি, গাছ লাগিয়ে করবো খাঁটি' শ্লোগানকে সামনে রেখে বৃক্ষ রোপণ করেছে দাউদকান্দি উপজেলা শাখা বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ। এসময় যুব, শ্রমিক এবং প্রবাসী অধিকার পরিষদের সদস্যরাও উপস্থিত ছিলেন। শুক্রবার বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ফুল এবং বৃক্ষ জাতিয় গাছ রোপণের মাধ্যমে কার্যক্রমের আনুষ্ঠানিকতা শুরু হয়। পরবর্তীতে সাধারণ মানুষের হাতে হাতে পৌঁছে দেওয়া হয় ফল, ফুল এবং কাঠ জাতিয় বৃক্ষ। ছাত্র অধিকার পরিষদ নেতা ভিপি নুরুল হক নুরের ছবি সংবলিত সদস্য সংগ্রহের হ্যান্ডবিল বিতরণ করা হয়। দাউদকান্দি উপজেলা ছাত্র অধিকার পরিষদ আহবায়ক মো আমিন প্রধান বলেন, ' বৈশ্বিক ভাবে আমাদের পরিবেশ খুবই হুমকির মধ্যে আছে। একই ভাবে আমাদের দেশের রাজনীতি বলেন আর যাই বলেন সার্বিক পরিস্থিতিও হুমকির মধ্যে আছে। বৈশ্বিক পরিবেশকে হুমকি মুক্ত করতে আমরা বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নিয়েছি'।
উপজেলা ছাত্র অধিকার পরিষদ সদস্য সচিব আব্দুস সালাম মিয়াজী বলেন, 'বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ দাউদকান্দি উপজেলা শাখার নেতাকর্মীরা দাউদকান্দি উপজেলার মধ্যে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছি। ভবিষ্যতে আমাদের এ ধরনের সামাজিক কর্মকান্ড অব্যাহত থাকবে'।
এসময় আরো উপস্থিত ছিলেন- খোকন (যুব), ফয়সাল সরকার (যুব), মোঃরবিন,(যুব), আসিক নুর( শ্রমিক), আরফান আহমাদ নিহাল (যুব)।
মোবাইল: ০১৭১৭-৯১০৭৭৭
ইমেইল: newsamod@gmailcom
www.amodbd.com