প্রতিনিধি।।
কুমিল্লাসহ বিভিন্ন এলাকা থেকে ঢাকামুখী অন্তত একশ’টি বাহন ফিরিয়ে দেয়া হয়েছে। আজ সোমবার বিকেল থেকে ঢাকামুখী ট্রাক পিকআপ তল্লাশি শেষে ফিরিয়ে দেয়া হয়েছে ৷ মন্ত্রণালয়ের নির্দেশনায় বাইরের জেলা থেকে ঢাকায় ঢুকতে না দেয়ার অভিযান শুরু করে কুমিল্লা জেলা প্রশাসন। ঢাকা- চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি মেঘনা-গোমতী সেতুর টোলপ্লাজায় আটকে দেয়া হয়েছে এসব চামড়াবাহী যানবাহন।
আটক চামড়ার ট্রাক-পিকআপগুলো আবার স্ব -স্ব স্থানে ফিরে চামড়া সংরক্ষণের জন্য নির্দেশনা প্রদান করা হচ্ছে। কুমিল্লা জেলা প্রশাসনের পক্ষে কার্যক্রম মনিটরিং করছেন দাউদকান্দি উপজেলার সহকারী কমিশনার (ভূমি)মোঃ জিয়াউর রহমান ও চান্দিনা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সৌম্য চৌধুরী। দাউদকান্দি উপজেলা ভূমি কর্মকর্তা (সহকারী কমিশনার) মোঃ জিয়াউর রহমান জানান, ঈদ উল আযহার দুপুর থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দাউদকান্দি টোলপ্লাজায় অন্তত ১০০ টি চামড়াবাহী ট্রাক পিকআপ আটক করা হয়েছে। চট্টগ্রাম, নোয়াখালী, লক্ষীপুর, কুমিল্লাসহ দক্ষিণাঞ্চলের জেলাগুলো থেকে চামড়া যাচ্ছিলো ঢাকায়। নির্দেশনা রয়েছে, চামড়া পঁচা রোধে বাইরের জেলা থেকে আগামী ১০ দিন ঢাকায় কোরবানির পশুর চামড়া প্রবেশ করতে পারবে না। কুমিল্লা জেলা প্রশাসক খন্দকার মু. মুশফিকুর রহমান জানান, সরকারি নির্দেশনা মোতাবেক আমরা চামড়ার ট্রাক ঢাকায় প্রবেশ করতে দিচ্ছি না। যাদেরকে ফিরিয়ে দেয়া হচ্ছে তাদেরকে স্থানীয় ভাবে চামড়া সংরক্ষণের জন্য বলা হচ্ছে। বিসিক এর কর্মকর্তাদের বলা হয়েছে- পর্যাপ্ত মজুদ লবণ দিয়ে তাদের সহযোগিতা করার জন্য। তিনি আরো জানান, তারা যদি চান চামড়া বিক্রি করে দিবেন, তাহলে স্থানীয় কোন পাইকারি বিক্রেতার কাছে বিক্রি করতে পারেন। কিন্তু ঢাকায় চামড়া নেয়া যাবে না। আমরা এ পর্যন্ত একশ'টি চামড়াবাহী যানবাহন ফিরিয়ে দিয়েছি। জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ঈদ উল আযহার প্রস্তুতি সংক্রান্ত সভায় কেন্দ্রীয় ভাবে সিদ্ধান্ত হয় যে ‘ দেশের সকল প্রান্ত হতে ঢাকায় একত্রে সকল চামড়া প্রবেশ করে পঁচে যাওয়ার সম্ভাবনা যেন সৃষ্টি না হয় সেজন্য ঈদ পরবর্তী ন্যূনতম ১০ দিন কোন চামড়া ঢাকায় প্রবেশ করতে দেয়া যাবে না।’ এরই প্রেক্ষিতে ঢাকা-চট্টগ্রাম মহসড়কের দাউদকান্দি টোলপ্লাজায় কুমিল্লা জেলা প্রশাসন, জেলা পুলিশ, হাইওয়ে পুলিশ যৌথভাবে মনিটরিং করছে।
মোবাইল: ০১৭১৭-৯১০৭৭৭
ইমেইল: newsamod@gmailcom
www.amodbd.com