দাউদকান্দি সুন্দলপুর খাল আবর্জনামুক্ত এবং পুনঃখননের দাবি

 

দাউদকান্দি প্রতিনিধি।।
কুমিল্লার দাউদকান্দি উপজেলার সুন্দলপুর মডেল ইউনিয়নের সুন্দলপুর খাল আবর্জনামুক্ত এবং পুনঃখননের দাবিতে স্থানীয় জনগণ মানববন্ধন করে। ছোটদের কাগজ টুপটাপ এবং জ্ঞানার্ণব সাহিত্য পরিষদের আয়োজনে রোববার এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে রাখেন সুন্দলপুর মডেল ইউনিয়নের চেয়ারম্যান মোঃ মাসুদ আলম, পরিবেশবিদ মতিন সৈকত, কবি খন্দকার আল-মামুন, টুপটাপ সম্পাদক ওমর ফারুক নাজমুল, জ্ঞানার্ণব সাহিত্য পরিষদের সাবেক সভাপতি মিজান তালুকদার ও বাংলাদেশ ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক এস এম মিজান প্রমুখ।

 

বক্তারা বলেন, সুন্দলপুর খাল অত্র অঞ্চলের বোরো ধানের আবাদসহ সব ধরনের কৃষি ফসলের সেচের একমাত্র উৎস। সুন্দলপুর বাজারের নানারকম ময়লা আবর্জনা ফেলে খালের পানি চলাচল বন্ধ করে রাখা হয়েছে। দীর্ঘ দিন পুনঃখনন না করায় বালি, পালি জমে খালটি মৃতপ্রায়। অধিকাংশ জায়গায় খাল জমিতে পরিণত হয়েছে। সর্বস্তরের জনগণের প্রাণের দাবি সুন্দলপুর খালটি পুনঃখনন করে এলাকার কৃষি পরিবেশ জীববৈচিত্র্য সংরক্ষণের।