প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ৮, ২০২৫, ১:০২ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ৩, ২০২৫, ৩:১৫ অপরাহ্ণ
দাম কমায় স্বস্তি ফিরেছে সবজি বাজারে
সাইফুল ইসলাম সুমন।।
কুমিল্লায় সবজির ফলন ভাল হওয়ায় কাঁচা বাজার গুলোতে সরবরাহ বৃদ্ধি পেয়েছে। এতে কমে এসেছে শীতকালীন সবজির দাম। বেশির ভাগ সবজি পাওয়া যাচ্ছে ১০ থেকে ৪০ টাকার মধ্যে। সবজির দাম কমে যাওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন ক্রেতারা।
কুমিল্লা নগরীর টমছম ব্রিজ, রাণীর বাজার, বাদশা মিয়ার বাজার, রাজগঞ্জসহ বেশ কয়েকটি কাঁচা বাজার ঘুরে দেখা যায়, সবজির মধ্যে প্রতি পিস বাঁধাকপি ১৫ থেকে ২০ টাকা ও ফুলকপি ২০-২৫ টাকা করে বিক্রি হচ্ছে। গত সপ্তাহেও এর দাম ছিল ৩০ থেকে ৪০ টাকা। বিভিন্ন ধরনের বেগুন ৪০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, শিম বিক্রি হচ্ছে ৪০ টাকা কেজি দরে। মূলা ১০ টাকা কেজিতে আর মিষ্টিকুমড়া মান ভেদে ৩০ থেকে ৩৫ টাকায় পাওয়া যাচ্ছে।
এছাড়া কাঁচামরিচের দাম ৮০ টাকা থেকে কমে ৬০ টাকা কেজিতে নেমেছে। গাজর ৪০ টাকা এবং টমেটো ৫০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। আলু প্রতি কেজি বিক্রি হচ্ছে ৫০ টাকায়।
এদিকে পেঁয়াজের দাম কিছুটা বেড়েছে। গত সপ্তাহে ৫০ থেকে ৬০ টাকা কেজিতে বিক্রি হলেও বর্তমানে ৬৫ থেকে ৭০ টাকা ধরে বিক্রি হচ্ছে।
ফয়েজুদ্দিন স্বপন জানান, প্রতি বছরই শীতকালে সবজির দাম কমে। বর্তমানে ১০ থেকে ৪০ টাকার মধ্যে বেশির ভাগ সবজি ক্রয় করা যাচ্ছে। এখন ব্যাগ ভর্তি বাজার করা হয়।
বিক্রেতা মো. হানিফ বলেন, বন্যা পরবর্তী সময়ে সবজির ফলন ভাল হয়েছে। বাজারে সবজির সরবরাহ বৃদ্ধি পেয়েছে। তাই বর্তমানে সবজির দাম কমে এসেছে। ক্রেতারা বেশি বেশি সবজি ক্রয় করতে পারে। এতে ক্রেতারাও খুশি আমরাও খুশি।
মোবাইল: ০১৭১৭-৯১০৭৭৭
ইমেইল: newsamod@gmailcom
www.amodbd.com