প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৩, ২০২৪, ৩:৪২ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২৮, ২০২৪, ১২:৩৩ অপরাহ্ণ
দুই মাথার গরুর বাছুর!
হাসিবুল ইসলাম সজিব ||
কুমিল্লা বরুড়া উপজেলা আড্ডা গ্রামে দুই মাথা নিয়ে জন্ম নিয়েছে একটি গরুর বাছুর। জন্ম নেওয়া বাছুরটির মাথা দুটি, মুখ দুটি, চোখ চারটি। জন্মের পর দুই মুখ দিয়েই মা গাভির দুধ পান করেছে বাছুরটি। এমন আকৃতির বাছুরটি দেখতে মালিকের বাড়িতে ভিড় জমায় আশপাশে গ্রামের মানুষ ।
২৭ সেপ্টম্বর (শুক্রবার) রাত সাড়ে ৮টায় গরুর বাছুর জন্ম গ্রহণ করে। কুমিল্লা জেলার বরুড়া উপজেলার আড্ডা ইউনিয়নের আড্ডা গ্রামের পশ্চিম আড্ডা সরদার বাড়িতে এই ঘটনা ঘটে।
গরুর মালিক নান্টু মিয়া জানান, অন্যান্য গরুর মত স্বাভাবিকভাবেই জন্মগ্রহণ করেছে এই গরুর বাচ্চাটি। জন্মের পর এক গরুর দুই মাথা দেখি। পরবর্তীতে বিষয়টি স্বাভাবিক মনে করে চিন্তা মুক্ত হই। জন্মের ১৫ মিনিট মাথায় গরুর বাচুর টি মারা যায়। এক গরুর দুই মাথা দেখতে আশেপাশের মানুষ ভিড় জমায়। ২ ঘণ্টার মধ্যে মৃত গরুর বাছুরকে বাড়ির পাশেই মাটি গর্ত করে মাটি চাপা দিয়ে ফেলি।
এ বিষয়ে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ নাসরিন সুলতানা তনু বলেন, এটা একটি জন্মগত সমস্যা। যা কনজেনিটাল অ্যাবনরমালিস এবং টেরাটোজেনিক ইফেক্টের কারণে হয়ে থাকে। আমাদের জানামতে বরুড়াতে এমন ঘটনা আগে ঘটে নাই।
মোবাইল: ০১৭১৭-৯১০৭৭৭
ইমেইল: newsamod@gmailcom
www.amodbd.com