প্রতিনিধিঃ
কুমিল্লার চৌদ্দগ্রামে দুই শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে ওমর আলী নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি শ্রীপুর ইউনিয়নের গজারিয়া গ্রামের সিরাজ মিয়ার ছেলে। এ ঘটনায় ওমর আলীর বিরুদ্ধে মামলা দায়ের করেছেন এক শিশুর পিতা। রোববার তথ্যটি নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ।
মামলায় উল্লেখ করা হয়, শনিবার বিকেলে গজারিয়া গ্রামের ওমর আলী কোদালের জন্য প্রতিবেশীর বাড়িতে যান। এ সময় পরিবারের লোকজন পাশের জমিতে মরিচ তুলছিলেন। এ সময় বাড়ির পশ্চিম পাশের একটি ঘরে দুই শিশু খেলছিল। বাড়িতে কাউকে না দেখে ওমর আলী ওই দুই শিশুর শ্লীলতাহানির চেষ্টা করেন। ওই শিশুরা চিৎকারে পরিবারের লোকজন এগিয়ে এলে ওমর আলী দৌঁড়ে পালিয়ে যায়।
চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ বলেন, ‘দুই শিশুকে নিপীড়নের ঘটনায় ওমর আলী নামের এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। ভিকটিমের পরিবার তার বিরুদ্ধে মামলা দায়ের করেছে। আদালতের মাধ্যমে ওমর আলীকে জেলে পাঠানো হয়েছে।'
মোবাইল: ০১৭১৭-৯১০৭৭৭
ইমেইল: newsamod@gmailcom
www.amodbd.com