বেমালুম ভাসছি খরস্রোতে
বিশুদ্ধতাময় শহরের টানে
শান্তশিষ্ট জীবিকার খুঁজে
আটকে গেলে ইটের বাঁধনে।
সুদ্ধতায় নেও নিজেকে মুড়ে
বিষম খাবে না কখনো
পুড়া রুটি আর জাউভাতে
মায়া যদিও যায় ছেড়ে।
দূর্লভ কিছু চাহনি
রসহীন চুপসে যাওয়া
কাঠ ফাটা রোদ
দিবে শুধু ক্লান্তির গ্লানি।
কপালের ভাজে ভাজে
বসে যাওয়া নোনা জল
ফোকলা দাঁতের রহস্যময় হাসি যেনো
চোখের কোনে লেপ্টে যাওয়া কাজল।
সন্ধ্যাতারাটা নিবু নিবু
সুখতারাটা নিশ্চুপ
দৃষ্টি বহু দূর ইচ্ছে করে খুব
আর দেখা হলো না কভু।
মোবাইল: ০১৭১৭-৯১০৭৭৭
ইমেইল: newsamod@gmailcom
www.amodbd.com