প্রতিনিধি।
কুমিল্লার দেবিদ্বার উপজেলার এগার গ্রাম বাজারে অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া দোকানিদের খোঁজ নিয়েছেন কুমিল্লা উত্তর জেলা বিএনপি'র সদস্য সচিব তারেক মুন্সী। এসময় ক্ষতিগ্রস্থ পরিবারের হাতে নগদ অর্থ তুলে দেন বিএনপির নেতাকর্মীরা৷ বৃহস্পতিবার বিকেলে ভিডিও কলের মাধ্যমে ক্ষতিগ্রস্থ দোকানিদের সাথে কথা বলে সান্ত্বনা দেন তারেক মুন্সী৷ পুড়ে যাওয়া দোকান পরিদর্শন করেন দেবিদ্বার উপজেলা বিএনপি'র আহবায়ক গিয়াস উদ্দিন, উপজেলা যুবদল সভাপতি নুরুজ্জামান, পৌরসভা বিএনপি'র সাধারণ সম্পাদক আলিম পাঠান, কুমিল্লা উত্তর জেলা বিএনপি'র যুগ্ম সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, উপজেলা বিএনপি সদস্য ইউসুফ মেম্বার, ইউছুফপুর ইউনিয়ন বিএনপি'র আহবায়ক নাসির উদ্দিন, কারা নির্যাতিত যুবদল নেতা সাইদুল ইসলাম চৌধুরী মিঠু, যুবদল নেতা হাবিবুর রহমান, ডাক্তার সবুর, সাদেকসহ অন্যান্য নেতারা।
কুমিল্লা উত্তর জেলা বিএনপি সদস্য সচিব তারেক মুন্সীর পক্ষ থেকে নগদ অর্থ তুলে দেন বিএনপি নেতারা।
অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া কনফেকশনারি দোকানি রুবেল হোসেন জানান, 'আগুনে আমাদের সব শেষ করে দিয়েছে। ৮-১০ লাখ টাকার পণ্য ছাই হয়ে গেছে ৷ আমাদের বিপদে পাশে দাঁড়িয়েছেন তারেক মুন্সী। আমরা তারেক ভাইয়ের প্রতি কৃতজ্ঞ।’
দেবিদ্বার উপজেলা বিএনপি'র আহবায়ক গিয়াস উদ্দিন বলেন, 'কুমিল্লা উত্তর জেলা বিএনপি'র সদস্য সচিব তারেক মুন্সী'র পক্ষ থেকে আমরা ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে দাঁড়িয়েছি৷ আমরা সামনের দিনগুলোতেও আমরা তাদের পাশে থাকবো।’
চিকিৎসাজনিত কারণে বিদেশে থাকা কুমিল্লা উত্তর জেলা বিএনপি'র সদস্য সচিব তারেক মুন্সী জানান, 'আজ আমরা প্রাথমিকভাবে ক্ষতিগ্রস্থ ভাইদের পাশে দাঁড়িয়েছি। দেশে ফিরে আবারও তাদের সহায়তা করা হবে।’
প্রসঙ্গত, গত মঙ্গলবার রাতে দেবিদ্বারের এগার গ্রাম বাজারের ৫টি দোকান পুড়ে যায়। এতে ক্ষতি হয় প্রায় ৪০ লাখ টাকার।