বাংলাদেশ স্কাউট- দেবিদ্বার উপজেলা স্কাউটসের ব্যবস্থাপনায় দেবিদ্বার মফিজ উদ্দিন পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে চতুর্থ উপজেলা কাব ক্যাম্পুরীর কাব কার্নিভাল অনুষ্ঠিত হয়। কার্নিভাল শেষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান সমাবেশ চিফ ও দেবিদ্বার উপজেলা স্কাউটের কমিশনার রাহেলা বেগম মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন কুমিল্লা আইডিয়াল কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ও মিজান নাছরিন মুক্ত স্কাউট গ্রুপের উপদেষ্টা অধ্যক্ষ মহিউদ্দিন লিটন। অনুষ্ঠানে বক্তারা বলেন -শিশু কিশোরদের প্রতিভা বিকাশের জন্য স্কাউটিং আর কাব স্কাউটদের সাহসী ও করে তোলার জন্য কার্নিভালের আয়োজন করা হয়। এই প্রোগ্রামের মাধ্যমে কাব স্কাউটরা আনন্দের সাথে শিখতে পারে। অনুষ্ঠানে বক্তব্য রাখেন- কুমিল্লা জেলা কাব স্কাউট লিডার মো. মিজানুর রহমান এলটি, ক্যাম্পুরী প্রোগ্রাম চিফ তাসলিমা আক্তার, কাব কার্নিভাল পরিচালক আজাহারুল করিম এএলটি। এ সময় উপস্থিত ছিলেন মো.আমির হোসেন এএলটি, ক্যাম্পুরী কর্মকর্তা ছবির আহাম্মদ, খালেদা আক্তার, মাহাবুবা আক্তারপ্রমুখ। স্কাউটিং করব, স্মার্ট বাংলাদেশ গড়বো এই শ্লোগান নিয়ে শুরু হওয়া কাব ক্যাম্পুরীটি গত ২৩ ফেব্রুয়ারি উপজেলা নির্বাহী অফিসার ২৬ ফেব্রুয়ারি ২০২৪ সন্ধ্যায় মহা তাঁবু জলসার মাধ্যমে সমাপ্ত হবে। -প্রেস বিজ্ঞপ্তি।
মোবাইল: ০১৭১৭-৯১০৭৭৭
ইমেইল: newsamod@gmailcom
www.amodbd.com