অফিস রিপোর্টার।।
কুমিল্লা দেবিদ্বার উপজেলা পরিষদের উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে ছয়জনের মনোনয়নপত্র জমা পড়েছে। বুধবার বিকেলে দেবিদ্বার উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃআলতাফ হোসেন ওই বিষয়টি নিশ্চিত করেছেন। উপজেলা পরিষদর উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র দাখিলের বুধবার শেষ দিন ছিল।
উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ আলতাফ হোসেন জানান, আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মোঃ আবুল কালাম আজাদ, জাকের পার্টির মোঃ মজিবুর রহমান কালামিয়া, স্বতন্ত্র প্রার্থী মোঃ কাউছার হায়দার ও আব্দুল হক খোকনসহ ৪ জন দেবিদ্বার নির্বাচন কমিশন কার্যালয়ে মনোনয়ন পত্র জমা দিয়েছেন। অপরদিকে কুমিল্লা জেলা নির্বাচন কমিশন কার্যালয়ে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বী এ,এফ,এম তারেক মুন্সী ও জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের আব্দুল আউয়াল সরকার মনোনয়ন পত্র জমা দিয়েছেন। এনিয়ে বুধবার বিকেল ৫টা পর্যন্ত ৬জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছেন।
উল্লেখ্য, গত বছরের ৩ ডিসেম্বর দেবিদ্বার উপজেলা পরিষদের চেয়ারম্যান জয়নুল আবেদীনের মৃত্যুতে চেয়ারম্যান পদটি শূন্য হয়। তফসিল অনুযায়ী আগামী ২৮ ফেব্রুয়ারি ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। বাছাই ৪ ফেব্রুয়ারি,প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ১১ ফেব্রুয়ারি। প্রতীক বরাদ্দ হবে ১২ ফেব্রুয়ারি।
মোবাইল: ০১৭১৭-৯১০৭৭৭
ইমেইল: newsamod@gmailcom
www.amodbd.com