দেবিদ্বারে বিএনপির আলোচনা সভা
প্রতিনিধি।।
কুমিল্লার দেবিদ্বারে বিএনপির আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির সদস্য সচিব এ এফ এম তারেক মুন্সী। শুক্রবার বিকেলে মহেশপুর হাসান মার্কেট মাঠে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে আরো বক্তব্য রাখেন উপজেলা বিএনপি আহবায়ক গিয়াস উদ্দিন, পৌর বিএনপি সদস্য সচিব আবদুল আলীম পাঠান, উপজেলা বিএনপি সিনিয়র যুগ্ম আহবায়ক মঞ্জু সরকার, কুমিল্লা উত্তর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও দেবিদ্বার উপজেলা বিএনপি আহবায়ক কমিটি সদস্য দেলোয়ার হোসেন সরকার, দেবিদ্বার উপজেলা আহবায়ক কমিটি সদস্য ইউছুফ মেম্বার, উপজেলা যুবদল সভাপতি নুরুজ্জামান, উপজেলা স্বেচ্ছাসেবক দল সভাপতি মনির নিজামী, পৌর যুবদল সভাপতি শাহ জামান, উপজেলা যুবদলের প্রস্তাবিত স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মেহেদী হাসান হৃদয় (এমবিবিএস) ও বিএনপির অঙ্গ-সহযোগী সংগঠনের নেতারা।
ইউছুফপুর ইউপি বিএনপির আহবায়ক নাছির উদ্দিনের সভাপতিত্বে ও সদস্য সচিব খাইরুল আমিনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন ইউছুফপুর ইউপি বিএনপি ১নং সদস্য দেলোয়ার হোসেন শিপন চৌধুরী, ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি আবুল কালাম মেম্বার ও সাধারণ সম্পাদক (প্রস্তাবিত) মো মোসলেম উদ্দিন সরকার, ২নং ওয়ার্ড সভাপতি ফুল মিয়া, সাধারণ সম্পাদক হবু পুলিশ, ৪নং ওয়ার্ড বিএনপি সভাপতি নজরুল মাঝি, সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম (মনু মিয়া), ৬নং ওয়ার্ড সভাপতি নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক মো ফুল মিয়া, সাংগঠনিক সম্পাদক কামাল সরকার।
প্রধান অতিথি কুমিল্লা উত্তর জেলা বিএনপির সদস্য সচিব এ এফ এম তারেক মুন্সী বলেন, ‘বেগম জিয়া ও তারেক রহমান আমাদের দল গঠনের দায়িত্ব দিয়েছেন, ভাঙার দায়িত্ব নয়। যারা দল ভাঙতে চাচ্ছেন, সতর্ক হয়ে যান। এখনো সময় আছে ঐক্যবদ্ধের ছাতার নিচে চলে আসুন’।
কুমিল্লা উত্তর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও দেবিদ্বার উপজেলা বিএনপি আহবায়ক কমিটি সদস্য দেলোয়ার হোসেন সরকার বলেন, ‘এখনো অনেকে দলের মধ্যে ষড়যন্ত্রের চেষ্টা করছেন। আপনারা আওয়ামী ফ্যাসিস্ট সরকারের দিকে আঙুল না তুলে আমাদের দিকে তোলেন। এটা খুবই পরিতাপের বিষয়’।
ইউছুফপুর ইউপি বিএনপির আহবায়ক নাছির উদ্দিন বলেন, ‘আমরা বিএনপিকে পছন্দ করি। বিএনপির রাজনীতি করি। আগামী দিনে এএফএম তারেক মুন্সী যে নির্দেশনা দিবে, তা অক্ষরে অক্ষরে পালন করা হবে’।
আরো উপস্থিত ছিলেন ইউপি যুবদল কমিটির প্রস্তাবিত আহবায়ক এড. মোখলেছুর রহমান এপিপি, সদস্য সচিব সাইফুল ইসলাম মিঠু চৌধুরী, মো সাদেক ভূইয়া, হাবিবুর রহমান, মো সবুর, গাজী সাইফুল ইসলাম, রাসেল সরকার, গাজী খোকন, বাবুল, খোকন।
স্বেচ্ছাসেবক দলের সভাপতি অলি উল্লাহ, কৃষক দলের সভাপতি সাজ্জাত হোসেন (সাজু মেলিটেরি)। ছাত্রনেতা মো আল আমিন, মো রুহুলামিন। জাসাস নেতা এনামুল হক জিয়াসহ অন্যান্য নেতারা।