প্রতিনিধি ||
কুমিল্লার দেবিদ্বারে শ্রমিকদলের ইফতার ও দোয়া মাহফিল হয়েছে। উপজেলা ফতেহাবাদ ইউনিয়ন (পূর্ব শাখা) শ্রমিকদলের উদ্যোগে এই ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এ অনুষ্ঠানে প্রধান অতিথি অতিথি ছিলেন কুমিল্লা উত্তর জেলা শ্রমিকদলের যুগ্ম আহবায়ক ও দেবিদ্বার উপজেলা শ্রমিকদলের আহবায়ক মোঃ মাছুম বিল্লাহ। বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহবায়ক ইমরান হাসান।
প্রধান অতিথির বক্তব্যে মাছুম বিল্লাহ বলেন, দীর্ঘদিন যাবৎ ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসররা দেবিদ্বারের বিএনপির ঘাটিকে ভাঙার চেষ্টা চালিয়েছে। তারা সফল হতে পারেনি। বিগত ১৭ বছর ফ্যাসিস্ট সরকারের আমলে দুর্দিনেও দেবিদ্বার উপজেলা শ্রমিকদল আপনাদের পাশে ছিল। এখনও আছে। আমরা এদেশে দীর্ঘদিন যাবৎ একটি ফ্রি ফেয়ার নিবার্চনের চেষ্টা করেছি। জুলুমবাজ ফ্যাসিস্ট হাসিনা সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছি। শুধুমাত্র জনগণের সরকার প্রতিষ্ঠার জন্য। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা দাবি, অবিলম্বে এদেশে একটি নির্বাচন দিন। যে নির্বাচনে জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে। বাংলাদেশের মানুষ জাতীয়তাবাদী দল বিএনপিকে ভোট দিয়ে ক্ষমতায় আনবেন।
ফতেহাবাদ পূর্ব ইউনিয়ন শ্রমিকদলের সভাপতি মোঃ হানিফের সভাপতিত্ব আরো বক্তব্য রাখেন, কুমিল্লা উত্তর জেলা যুবদলের সদস্য মাসুকুর রহমান রাসেল, দেবিদ্বার উপজেলা শ্রমিকদলের সদস্য সচিব আবুল হাসেম মিয়াজী, যুগ্ম আহবায়ক জাকির হোসেন, সদস্য মোঃ আনোয়ার হোসেন, রুবেল, শিপন, নুরুন্নবী প্রমুখ।
অনুষ্ঠানে আলোচনা সভা শেষে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াসহ দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
মোবাইল: ০১৭১৭-৯১০৭৭৭
ইমেইল: newsamod@gmailcom
www.amodbd.com