প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৪, ২০২৪, ৫:০২ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ৬, ২০২৪, ৮:৩১ অপরাহ্ণ
দেবিদ্বারে স্বতন্ত্র প্রার্থীর নামে নির্বাচন বর্জনের ভুয়া লিফলেট!
প্রতিনিধি।।
কুমিল্লায় নির্বাচনের আগের দিন স্বতন্ত্র প্রার্থীর নামে নির্বাচন বর্জনের ভুয়া লিফলেট ছড়ানোর অভিযোগ উঠেছে। ভোটের দুইদিন আগে থেকে ওই নির্বাচনী আসনের বিভিন্ন এলাকায় এ ঘটনা ঘটেছে। ভোটের আগেরদিন রবিবার (৬ জানুয়ারি) এ অভিযোগ করেন কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের স্বতন্ত্র প্রার্থী মো. আবুল কালাম আজাদ।
সংবাদ সম্মেলনে ঈগল প্রতীকের এই প্রার্থী বলেন, দুই দিন ধরে তারা দেবিদ্বারের বিভিন্ন এলাকায় বিভিন্ন ধরনের ভুয়া লিফলেট ছড়িয়ে দিয়েছে। এসব লিফলেটে লেখা আছে আমি নাকি শেখ হাসিনার নির্দেশে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছি। নির্বাচন বর্জন করেছি। আমি নাকি রাজী ফখরুলকে সমর্থন দিয়েছি। কিন্তু এমন কোন সম্ভাবনাও নেই। এগুলো মিথ্যা ও উদ্দ্যেশ্য প্রণোদিত। আমার বিজয় নিশ্চিত জেনে এসব কাজ করছে নৌকার প্রার্থী রাজী মোহাম্মদ ফখরুল।
তিনি বলেন, নৌকার প্রার্থী রাজী মোহাম্মদ ফখরুল তার সন্ত্রাসী বাহিনীকে লেলিয়ে দিয়েছে মানুষের ভোটের অধিকার হরণ করতে। তারা গ্রামে গ্রামে, বাড়ি বাড়ি ঘরে গিয়ে ভোটারদের আতঙ্কিত করছে। রাজী ফখরুলের নেতা আবুল কাশেম ওমানী আমার ছেলেদের আটকে রেখেছে। আমি তাদের বিরুদ্ধে থানায় অভিযোগও করেছি। যাই করুক দেবিদ্বারের মানুষ জানে এসব কুচক্রী মহল এর আগেও বিভিন্ন ধরনের গুজব ও মিথ্যা অপবাদ রটিয়ে কোন অসুবিধা করতে পারেনি। এবারও পারবেনা। ঈগলের বিজয় নিশ্চিত।
রাজী মোহাম্মদ ফখরুলের সমর্থক, দেবিদ্বার উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি আবুল কাশেম ওমানী বলেন, আবুল কালাম আজাদের এসব অভিযোগ মিথ্যা। কোন লিফলেট আমাদের লোকজন ছড়ায়নি। এগুলো ভুয়া কথা।
তিনি আরও বলেন, আমাদের বিরুদ্ধে আবুল কালাম আজাদ যে অভিযোগ দিয়েছেন তাও ভুয়া। আমাদের এলাকার ছেলেরা আটকে রাখলে আমি গিয়ে ছাড়িয়ে দেই। আমার বয়স হয়েছে, এসব বিষয়ে আমি জড়িত নই।
মোবাইল: ০১৭১৭-৯১০৭৭৭
ইমেইল: newsamod@gmailcom
www.amodbd.com