প্রতিনিধি।।
দেবিদ্বারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গুলিবিদ্ধ হয়ে নিহত স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুর রাজ্জাক রুবেল হত্যা মামলায় মো. আল-আমীন (৩৪) নামে স্বেচ্ছাসেবক লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (২৩ জুন) সন্ধ্যায় দেবিদ্বার থানার এসআই মাজহারুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল উপজেলার মাশিকাড়া বাজার এলাকা থেকে তাকে আটক করে। গ্রেপ্তারকৃত আল-আমীন উপজেলার গুনাইঘর দক্ষিণ ইউনিয়নের মাশিকাড়া গ্রামের মৃত ফরিদ মিয়ার ছেলে এবং ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক।
দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) শামসুদ্দিন মোহাম্মদ ইলিয়াছ জানান, “ আল-আমীন রুবেল হত্যা মামলার সন্দেহভাজন আসামি। গত বছরের ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রুবেল গুলিবিদ্ধ হয়ে নিহত হন। ঘটনার পর তদন্তে ভিডিও ফুটেজ ও স্থিরচিত্র পর্যালোচনা করে আল-আমীনকে শনাক্ত করা হয়।”
তিনি আরও জানান, গ্রেপ্তারের পর মঙ্গলবার দুপুরে তাকে কুমিল্লা আদালতে হাজির করে কোর্ট হাজতে পাঠানো হয়েছে।
মোবাইল: ০১৭১৭-৯১০৭৭৭
ইমেইল: newsamod@gmailcom
www.amodbd.com