প্রতিনিধি।।
কুমিল্লার দেবিদ্বারে দোলনায় খেলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নুসাইবা আক্তার নামে এক স্কুল ছাত্রীর মৃত্যু হয়েছে। সে দেবিদ্বার উপজেলা পরিষদ স্কুলের ৩য় শ্রেণির ছাত্রী। বুধবার স্কুলের দোলনায় দোল খেতে গিয়ে সে ওই দুর্ঘটনার শিকার হয়। নুসাইবার বাবা মোঃ শহিদুল ইসলাম দেবিদ্বার উপজেলা প্রকৌশল অফিসের কার্যসহকারী পদে চাকরি করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, নুসাইবা স্কুলে আসার পর স্কুলের দোলনায় দোল খেতে যায়। দোলনার উপর দিয়ে পাশের আনসার ক্যাম্পে নেয়া বিদ্যুৎ সংযোগের একটি তার সেখানে ঝুলে ছিলো। তারা ধারণা করছেন, বিদ্যুতের তারে লিকেজ থাকায় দোলনাটিতে সেসময় বিদ্যুতায়িত ছিলো। সে কারণে নুসাইবা দোলনায় আটকে যায়। তার সাথে থাকা অন্য শিক্ষার্থীদের চিৎকারে মেইন সুইচ বন্ধ করে এসে শিক্ষকরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আনসার সদস্য বিপ্লব জানান, আনসার ক্যাম্পের সাথে যে তার দিয়ে বিদ্যুৎ সংযোগ দেয়া হয়েছে বলে দাবি করা হচ্ছে, সেটা সংযোগ বিচ্ছিন্ন আছে। এটা থেকে দোলনায় বিদ্যুৎ যাবার কথা নয়।
দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ মো.নয়ন মিয়া জানান, নুসাইবা মারা যাবার খবরে ঘটনাস্থল পরিদর্শন করেছি। বিদ্যুত স্পৃষ্ঠ হয়ে সে মারা গেছে বলে জেনেছি। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও স্কুল পরিচালনা কমিটির সভাপতি নিগার সুলতানা বলেন, দোলনায় চড়তে গিয়ে স্কুল ছাত্রীর মৃত্যুর বিষয়টি গুরুত্বের সাথে খতিয়ে দেখা হচ্ছে। তদন্তের পরই মৃত্যুর কারণ বলা যাবে।
মোবাইল: ০১৭১৭-৯১০৭৭৭
ইমেইল: newsamod@gmailcom
www.amodbd.com