প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২২, ২০২৪, ২:২২ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ৮, ২০২৪, ৭:৩১ অপরাহ্ণ
`দ্রব্যমূল্যের উর্ধ্বগতিতে সাধারণ মানুষ আজ চরম ভোগান্তির শিকার’
কুমিল্লায় জেএসডি-র সভায় তানিয়া রব
প্রতিবেদক।।
জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি কুমিল্লা জেলা কমিটি আয়োজিত আলোচনাসভায় দলের কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি তানিয়া রব বলেছেন, রাজনৈতিক কমিটমেন্ট ছাড়া কোনো দেশ চলতে পারে না।দীর্ঘ সংগ্রামের পরও ফ্যাসিবাদী আওয়ামী সরকারকে রাজনৈতিক দলগুলো ক্ষমতা থেকে সরাতে পারেনি। এক্ষেত্রে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন অবশ্যই প্রশংসার দাবিদার। কিন্তু অন্তবর্তীকালীন সরকার জনগণের মৌলিক চাহিদা পূরণে এখনো কোনো প্রশংসনীয় ভূমিকা রাখতে পারছে না। বিশেষ করে দ্রব্যমূল্যের উর্ধ্বগতিতে সাধারণ মানুষ আজ চরম ভোগান্তির শিকার হচ্ছে। সামাজিক অস্থিরতা দিন দিন বাড়ছে। আমরা নিশ্চিত করে বলতে পারছিনা দেশ ঠিক কোন পথে এগুচ্ছে। অস্থিতিশীল পরিস্থিতিতে প্রগতিশীল ও বামপন্থী সকল রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। দেশপ্রেমে উদ্বুদ্ধ তরুণ সমাজকে নিয়ে এগিয়ে যেতে হবে। মঙ্গলবার রাজগঞ্জ কম্পাউন্ডে দলীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন জেএসডি কেন্দ্রীয় সদস্য মোঃ রফিকুল রফিকুল ইসলাম।
বক্তব্য রাখেন জেএসডি কুমিল্লা সদর উপজেলা সাবেক সভাপতি আবদুল করিম, লাকসাম উপজেলা জেএসডি নেতা বীর মুক্তিযোদ্ধা মনিরুল আনোয়ার, জেএসডি নেতা অধ্যাপক হুমায়ুন কবির প্রমুখ।
মোবাইল: ০১৭১৭-৯১০৭৭৭
ইমেইল: newsamod@gmailcom
www.amodbd.com