অফিস রিপোর্টার।।
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র কেন্দ্রীয় কমিটির সদস্য লাকী আক্তার বলেছেন, দেশে নিরব দুর্ভিক্ষ চলছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে জনগণের নাভিঃশ্বাস উঠেছে। এ অবস্থা থেকে উত্তরণে ব্যবস্থার বদল ঘটাতে হবে। জনগণের ভাত ও ভোটের লড়াই একসাথে চালিয়ে যেতে হবে। তার জন্য প্রয়োজন তৃণমূলে পার্টিকে শক্তিশালী করে দ্বি-দলীয় দুর্বৃত্তায়িত রাজনীতির বাইরে বাম বিকল্প শক্তির উত্থান।
বুধবার বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) দেবিদ্বার উপজেলা কমিটির উদ্যোগে স্থানীয় একটি মিলনায়তনে আয়োজিত এক সাধারণ সভায় তিনি ওই বক্তব্য তুলে ধরেন।
সিপিবি উপজেলা সভাপতি কমরেড আব্দুল অদুদের সভাপতিত্বে অনুষ্ঠিত সাধারণ সভায় প্রধান আলোচক কমরেড লাকী আক্তার ছাড়া আরও বক্তব্য রাখেন, কুমিল্লা জেলা সিপিবি সভাপতি বীর মুক্তিযোদ্ধা কমরেড সুজাত আলী, কেন্দ্রীয় সদস্য কমরেড পরেশ কর, জেলা কমিটির সাবেক সভাপতি কমরেড এবিএম আতিকুর রহমান বাশার, সাধারণ সম্পাদক কমরেড বিকাশ দেব। আলোচনায় আরো অংশ নেন, সিপিবি নেতা একেএম মিজানুর রহমান কাউছার, কমরেড আবুল কাসেম, কমরেড মোখলেসুর রহমান, কমরেড ফখরুল ইসলাম লিটন, কমরেড বশির আহমেদ, কমরেড আব্দুল বাতেন, কমরড আব্দুল গফুর প্রমুখ।
মোবাইল: ০১৭১৭-৯১০৭৭৭
ইমেইল: newsamod@gmailcom
www.amodbd.com