উপজেলা রিপোর্টার,চৌদ্দগ্রাম।।
কুমিল্লা চৌদ্দগ্রামে রমজানের পবিত্রতা রক্ষা ও দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখতে সভা ও মিছিল করেছে চৌদ্দগ্রাম উপজেলা জামায়াত। শুক্রবার(২৮ ফেব্রুয়ারি) বিকেলে চৌদ্দগ্রাম নজমিয়া কামিলা মাদ্রাসা মাঠে আয়োজিত সংক্ষিপ্ত সভায় প্রধান অতিথি ছিলেন কুমিল্লা জেলা দক্ষিণ আমীর অ্যাডভোকেট মু. শাহজাহান। বিশেষ অতিথি কুমিল্লা জেলা দক্ষিণ জামায়াত সেক্রেটারি ডাঃ একেএম সৈয়দ সারোয়ার উদ্দিন সিদ্দিকী। উপজেলা জামায়াত আমীর মু. মাহফুজুর রহমানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা জামায়াত আমীর মু. সাহাব উদ্দিন, সাবেক উপজেলা শিবির সভাপতি আইয়ুব আলী ফরায়েজী, পৌরসভা জামায়াত আমীর মাওঃ ইব্রাহীম, উপজেলা ছাত্র শিবির সভাপতি মোজাম্মেল হোসেন।
উপজেলা জামায়াত সেক্রেয়াটারি মু. বেলাল হোসাইনের সঞ্চালনায় সভায় বক্তারা রমজানের পবিত্রতা রক্ষার্থে ও রমজানের তাকওয়ার জন্য ফেসবুক, ইউটিউব, অশ্লীলতা মুক্ত থাকার জন্য বলেন। রোজাদারদের কষ্ট লাগবে দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখার জন্য সরকারের প্রতি আহ্বান জানান। সভা শেষে একটি মিছিল ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম বাজার এলাকা ও উপজেলা দোয়েল চত্বর প্রদক্ষিণ করে।
মোবাইল: ০১৭১৭-৯১০৭৭৭
ইমেইল: newsamod@gmailcom
www.amodbd.com