প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২১, ২০২৪, ৩:০৯ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ৮, ২০২৪, ৪:১৭ অপরাহ্ণ
ধর্ষণ চেষ্টা মামলা প্রত্যাহার না করায় বাদীকে অপহরণ!
এইচ.এম. সিরাজ, ব্রাহ্মণবাড়িয়া।।
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ধর্ষণ চেষ্টার মামলা প্রত্যাহার না করায় মামলার বাদীকে অপহরণের অভিযোগ ভুক্তভোগী পরিবারের। এ ঘটনায় থানায় এজহার দাখিলের দু'দিন পর রাস্তা থেকে অচেতন অবস্থায় উদ্ধার হওয়া গ্রাম পুলিশ সদস্য আব্দুর রহমান হাসপাতালে চিকিৎসাধীন। পুলিশ বলছে, সবিস্তার জানার চেষ্টা করছেন।
বৃহষ্পতিবার (০৭ নভেম্বর) গ্রামের একটি রাস্তা থেকে অচেতন অবস্থায় উদ্ধারকৃত গ্রাম পুলিশ সদস্য মো. আব্দুর রহমান জেলার নাসিরনগর উপজেলার সদর ইউনিয়নের দাতমণ্ডল গ্রামের মুখছুর রহমানের ছেলে। বর্তমানে তিনি নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। গত ৫ নভেম্বর সকালে নিজ কর্মস্থল নাসিরনগর সদর ইউনিয়ন পরিষদে যাবার সময় অপহরণের শিকার হন। সারাদিন খোঁজাখুঁজিতেও সন্ধান না মেলায় সেদিন রাতে তার স্ত্রী থানায় অপহরণের অভিযোগ দাখিল করেন।
নাসিরনগর থানায় দাখিলকৃত লিখিত অভিযোগে দাবি করা হয়, গত মাসের ২১ অক্টোবর তার নাবালিকা মেয়ে বাড়ির পাশে খেলা করার সময় একই গ্রামের তারিকুল ইসলাম ধর্ষণের চেষ্টা করে। গুরুতর অসুস্থ অবস্থায় তাকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। টানা তিন দিন চিকিৎসা শেষে বাড়িতে আনা হয়। পরে স্থানীয়দের চাপে আট লাখ টাকায় ধর্ষণ চেষ্টার বিষয়টি মিমাংসা করতে রাজি হতে হয় ভুক্তভোগীর পরিবারকে। কিন্তু অভিযুক্তরা স্থানীয় মাতব্বরদের সালিশের রায়কেও অমান্য করে গ্রাম পুলিশ আব্দুর রহমানকে অপহরণ করে। লিখিত অভিযোগে আরো উল্লেখ করা হয়, থানায় ধর্ষণ চেষ্টার মামলাটি করার পর থেকেই প্রধান অভিযুক্ত তারিকুল ও তার স্বজনরা একাধিকবার তাদের বাড়িতে এসে থানা থেকে মামলা উঠিয়ে নেওয়ার হুমকি দেয়। মামলা তুলে না নিলে বাদীকে হত্যা-গুম করারও হুমকি দিয়ে আসছিলো।
নাসিরনগর থানা পুলিশ পরিদর্শক (ওসি) মো. শফিকুল ইসলাম বিষয়ের সত্যতা নিশ্চিত করে বলেন, 'ধর্ষণ ও নারী নির্যাতনের ঘটনায় পৃথক মামলা হয়েছে।অচেতন অবস্থায় উদ্ধার হওয়া গ্রাম পুুলিশ সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা চলছে।'
মোবাইল: ০১৭১৭-৯১০৭৭৭
ইমেইল: newsamod@gmailcom
www.amodbd.com