প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২১, ২০২৫, ৪:০৯ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২৭, ২০২২, ২:৩৩ অপরাহ্ণ
ধানখেতে মুখে গামছা পেচানো হাফেজের মরদেহ

আমোদ প্রতিনিধি।।
কুমিল্লার বুড়িচংয়ে ধানখেত থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। ওই যুবকের নাম সাদেকুর রহমান (২২)। তিনি কোরআনে হাফেজ।
বিষয়টি নিশ্চিত করেন বুড়িচংয়ের দেবপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ জাবেদ উর রহমান । তিনি বলেন,রবিবার সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পাই উপজেলার নামতলা পূর্বপাড়ায় ধানখেতে একটি মরদেহ পড়ে আছে। তার মুখে গামছা পেচানো ছিল। ধারণা করা হচ্ছে, তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে।
তিনি জানান, হাফেজ সাদেকুর রহমানের বাড়ি পার্শ্ববর্তী চান্দিনা উপজেলার বিচুন্দাইর গ্রামে। তার বাবার নাম বাচ্চু মিয়া। তিনি নামতলা গ্রামে আবুল বাশার নামে একজনের বাড়িতে লজিং থাকতেন। পাশাপাশি সেনানিবাস এলাকায় একটি মোবাইল ফোন দোকানে খণ্ডকালীন চাকরি করতেন। গতকাল রাতে লজিং বাড়িতে ফুটবল খেলা দেখেন সাদেক। সকালে বাড়ির পাশে ধানখেতে তার মরদেহটি দেখতে পান স্থানীয়রা। ঘটনাস্থলে সিআইডির টিম আছে। তারা বিভিন্ন আলামত সংগ্রহ করছেন। আমরা মরদেহটি ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছি।
মোবাইল: ০১৭১৭-৯১০৭৭৭
ইমেইল: newsamod@gmailcom
www.amodbd.com