প্রতিনিধি।।
নওয়াব ফয়জুন্নেছা সরকারি কলেজের দুইজন শিক্ষার্থী চট্টগ্রাম বিভাগে আন্ত:কলেজ ক্রীড়া, সংস্কৃতি ও বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ও রানার্স আপ হয়েছেন। জাতীয় বিশ্ববিদ্যালয় এই প্রতিযোগিতার আয়োজন করে। নজরুল গীতিতে চ্যাম্পিয়ন হয়েছেন নওয়াব ফয়জুন্নেছা সরকারি কলেজের স্নাতক (পাস) শ্রেণীর রাকিব। নৃত্য প্রতিযোগিতায় রানার্সআপ হয়েছেন একই কলেজের ব্যবস্থাপনা বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী নমিতা মজুমদার। মঙ্গলবার চট্টগ্রামের শহিদ অবনী মোহন দত্ত অডিটরিয়ামে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন,চট্টগ্রাম কলেজের অধ্যক্ষ প্রফেসর মোজাহেদুল ইসলাম চৌধুরী। সভাপতিত্ব করেন চট্টগ্রাম কলেজের সহযোগী অধ্যাপক মহাশ্বেতা রায়। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম কলেজের উপাধ্যক্ষ প্রফেসর সুব্রত বিকাশ বড়ুয়া।
নওয়াব ফয়জুন্নেসা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মিতা সফিনাজ বলেন, এই কলেজের প্রতিষ্ঠাতা নওয়াব ফয়জুন্নেছা। তিনি উপমহাদেশের একমাত্র নারী নওয়াব। তার র্কীতি ছড়িয়ে আছে দেশ ছাড়িয়ে বিদেশেও। তার প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও লেখাপড়ার পাশাপাশি সংস্কৃতি চর্চায়ও ভালো করছে। তাদের সাফল্যে নওয়াব ফয়জুন্নেসার অবদান তরুণ প্রজন্মের নিকট পুনরায় ছড়িয়ে পড়বে।
মোবাইল: ০১৭১৭-৯১০৭৭৭
ইমেইল: newsamod@gmailcom
www.amodbd.com