অফিস রিপোর্টার।।
সরকারি দায়িত্ব পালনকালে নকলা উপজেলার কৃষি কর্মকর্তা শাহরিয়ার মোরসালিন মেহেদির ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় ক্ষোভে ফুঁসছে কৃষি বিভাগ। এই ঘটনার প্রতিবাদে ও হামলাকারীদের দ্রুত গ্রেফতারের দাবিতে কুমিল্লায় মানববন্ধনের আয়োজন করা হয়েছে।
সোমবার (১০ নভেম্বর) কুমিল্লা শাসনগাছা এলাকায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালকের কার্যালয়ের সামনে এ মানববন্ধনের আয়োজন করে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।
ঘণ্টাব্যাপী মানববন্ধনে জেলার বিভিন্ন উপজেলার কৃষি কর্মকর্তা, উপসহকারী কৃষি কর্মকর্তা ও কৃষি বিভাগের শতাধিক কর্মকর্তা-কর্মচারী অংশ নেন।
বক্তারা বলেন, সরকারি দায়িত্ব পালনকালে একজন কর্মকর্তা যখন সন্ত্রাসী হামলার শিকার হন, তা অত্যন্ত নিন্দনীয়। এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রশাসনের কঠোর ভূমিকা প্রয়োজন। তাঁরা মাঠ পর্যায়ে কর্মরত সরকারি কর্মকর্তাদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান, যাতে তাঁরা ভীতিহীনভাবে দায়িত্ব পালন করতে পারেন।
এ সময় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কুমিল্লা অঞ্চলের অতিরিক্ত পরিচালক মো. আজিজুর রহমান, উপপরিচালক মিজানুর রহমানসহ জেলার বিভিন্ন উপজেলা কৃষি কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
মোবাইল: ০১৭১৭-৯১০৭৭৭
ইমেইল: newsamod@gmailcom
www.amodbd.com