প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৩, ২০২৪, ৬:১৪ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ২২, ২০২০, ৯:০৮ পূর্বাহ্ণ
নকল ভ্যাক্সিন বন্ধ করতে হবে–আবদুল্লাহ আল মারুফ
ভ্যাক্সিন আসার আগেই আমাদের নকল ভ্যাক্সিন বন্ধ করতে হবে। নতুবা এদেশের সাহেদ সাবরিনার মত লোকেরা করোনারও নকল ভ্যাক্সিন বানিয়ে বিশ্বে ঘৃণার চরম শিকড়ে উঠে যাবে এই সোনার বাংলাকে।
সাহেদ, সাবরিনারা উচ্চ আসনে বসে, যেমন মানুষের জীবন নিয়ে খেলছিল হয়ত তা আর বন্ধ হবে না।
[caption id="attachment_1148" align="aligncenter" width="459"] বিজ্ঞাপন[/caption]
সব দেশ ভ্যাক্সিন দিয়ে প্রতিরক্ষা ঘাঁটি করোনা মুক্ত করে নেবে। সব দেশ প্রতিরক্ষা নিয়ে থাকবে গর্বিত।ব্যবস্থা না নিলে হয়ত এদেশে আগামী এক দশকেও করোনার আসল ভ্যাক্সিনের স্পর্শ পাবেনা। সবাই ভ্যাক্সিন নিবে ঠিকই করোনা সারাবে না। আর গর্বের সেনা বাহিনী করোনার সাথেই যুদ্ধ করে ক্লান্ত হবে, দেশের জন্যে নয়।
সকল দেশ শিক্ষা প্রতিষ্ঠান খুলে শুরু করবে আগ্রযাত্রা। কিন্তু নকল ভ্যাক্সিন দিয়ে এদেশের উন্নয়ন ও অগ্রগতিকে বাধা গ্রস্থ করবে না এমন নিশ্চয়তা দেয়া নিছক ভুল সিদ্ধান্ত। তাই ব্যবস্থাটা আগেই নিতে হবে পরে নয়।
আগাছা গজালে নির্মূল অতটাও সহজ নয় যতটা জন্মাবার আগেই করা সহজ। সঠিক পরিকল্পনা, কঠোর আইন, আর সঠিক পরিচালনা ব্যবস্থাই এদেশের সুস্থ সকাল দেখাবে৷ তা না হলে ৪১সালের লক্ষ্যমাত্র, শুধুই লক্ষ্যমাত্রা থাকবে পূরণ হবে না।
আবদুল্লাহ আল মারুফ
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ,
বাংলা বিভাগ
মোবাইল: ০১৭১৭-৯১০৭৭৭
ইমেইল: newsamod@gmailcom
www.amodbd.com