আমোদ প্রতিনিধি।
কুমিল্লা নগরীতে চলন্ত অবস্থায় সিএনজি চালিত অটোরিক্সার সিলিন্ডার বিস্ফোরণ হয়। এ ঘটনায় পাঁচজন যাত্রী আহত হয়েছে। শনিবার নগরী রেইসকোর্স এলাকায় এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে। আহত যাত্রীরা হলেন, ব্রাহ্মণপাড়া উপজেলার চালনা গ্রামের রুমানা আক্তার (৩৫), রেশমা আক্তার(২৭), ইভা আক্তার(১৫), ইকরা আক্তার(১২) ও সাবা হাসান (৪)। আহত এই পাঁচজন যাত্রীকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা সবাই একই পরিবারের সদস্য।
স্থানীয়রা জানান, বিকট শব্দে সিএনজি অটোরিক্সার সিলিন্ডার বিস্ফোরণ হয়। এ সময় চালক দ্রুত বেরিয়ে আসে। তবে পাঁচজন যাত্রী আহত হয়।
কুমিল্লা ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার আলী আজম জানান, দুটি ইউনিট ২০ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে। চালক অক্ষত থাকলেও পাঁচজন যাত্রী আহত।
কুমিল্লা মেডিকের কলেজ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক কাজী ইমরান আহমেদ জানান, আহতদের মধ্যে রুমানা আক্তারের দুই পা, উরুতে অন্তত ২০ ভাগ পুড়ে গেছে। তাকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। বাকীদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে।
মোবাইল: ০১৭১৭-৯১০৭৭৭
ইমেইল: newsamod@gmailcom
www.amodbd.com