অফিস রিপোর্টার।।
কুমিল্লা নগরীতে যানজট কমিয়ে আনতে নতুন উদ্যোগ গ্রহণ করছে সিটি করপোরেশন। আগামী ২ ফেব্রুয়ারি থেকে এ উদ্যোগ বাস্তবায়ন হবে। রবিবার বিকেলে এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত তুলে ধরেন কুমিল্লা সিটি করপোরেশনের প্রধান নির্বাহী ড. সফিকুল ইসলাম।
সংবাদ সম্মেলনে জানানো হয়, পুলিশ লাইন-ঝাউতলা- বাদুরতলা- কান্দিরপাড়-রাজগঞ্জ-চকবাঞ্জার রোডে বা রোডের দুইপাশে ফুটপাথের সকল অবৈধ দোকান, যানবাহন, স্থাপনা ও অন্যান্য সামগ্রী উচ্ছেদ করতে হবে। তাছাড়া পূবালী চত্বর থেকে সালাউদ্দিন মোড়, পূবালী চত্বর থেকে মডার্ন স্কুল, কান্দিড়পাড়-সার্কিট হাউজ-মোগলটুলি চৌমুহনী- রাজগঞ্জ রোডে রোডের দুইপাশে ফুটপাথের সকল অবৈধ দোকান, স্থাপনা ও অন্যান্য সামগ্রী উচ্ছেদ করতে হবে। তথা কান্দিরপাড় কেন্দ্র আশপাশের সকল প্রধান সড়ক ও সড়কের দুইপাশে ফুটপাথের সকল অবৈধ দোকান, যানবাহন, স্থাপনা ও অন্যান্য সামগ্রী উচ্ছেদ করতে হবে। সকল শপিং কমপ্লেক্স ও মার্কেটের নিচতলায় পার্কিং থাকতে হবে।
অন্যথায় কমপ্লেক্স ও মার্কেটের নিচতলার সকল মালামাল জব্দ করে পার্কিংয়ের জন্য ব্যবস্থা গ্রহণ করা হবে। সিটি করপোরেশনের মালিকানাধীন নিউমার্কেট ও সিটি মার্কেটের বারান্দা ও সামনের সকল দোকানসমূহও যানজট সৃষ্টির কারণ হয়ে দাঁড়িয়েছে। সেগুলো উচ্ছেদ করা হবে।
ইউনিভার্সিটি বা স্কুল-কলেজ বা কোনো সংস্থার বড় বাসগুলো কান্দিরপাড় বা পূবালী চত্বর মোড় ক্রস করতে পারবে না। অটোরিকশা চলাচল সীমাবদ্ধ করতে হবে। অটোরিকশা কোথাও দাঁড়াতে পারবে না। সিদ্ধান্ত বাস্তবায়নের আগে ৩১ জানুয়ারি থেকে ১ ফেব্রুয়ারি পর্যন্ত মাইকিং করা হবে। ২ ফেব্রুয়ারি থেকে উচ্ছেদ কার্যক্রম শুরু হবে। কোনো সংগঠন বা সংস্থার পক্ষ কোনো প্রকার তোরণ করা যাবে না।
বিদ্যমান সকল তোরণ উচ্ছেদ করা হবে। সরকার নির্ধারিত ইজারাকৃত বাসস্ট্যান্ড ব্যতীত অন্য কোথাও থেকে সিএনজি অটোরিকশা ও অটোরিকশা থেকে কোনো প্রকার চাঁদা নেওয়া যাবে না। যদি কাউকে অবৈধ চাঁদা উত্তোলনে পাওয়া যায়, তাহলে চাঁদাবাজির মামলাসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এসব সিদ্ধান্ত বাস্তবায়নে সাত সদস্যের কমিটি গঠন করা হয়।
এর আগে রবিবার সকালে কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য, সিটি মেয়র, কুমিল্লার জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ একটি বৈঠকে এসব সিদ্ধান্ত গৃহীত হয়।
মোবাইল: ০১৭১৭-৯১০৭৭৭
ইমেইল: newsamod@gmailcom
www.amodbd.com