প্রতিনিধি।।
কুমিল্লা নগরীর সড়কের তোরণ সরাতে মাঠে নেমেছে সেনাবাহিনী, ম্যাজিস্ট্রেট ও পুলিশ। শনিবার (১৮ জানুয়ারি) কুমিল্লা নগরীর বিভিন্ন এলাকার এসব তোরণ সরানো হয়।
জানা গেছে, কিছুদিন ধরে কুমিল্লা নগরীর বিভিন্ন স্থানে অবৈধভাবে বাঁশের গেট নির্মাণ করা হয়। যাতে সড়ক সংকুচিত হয়ে যানজটের সৃষ্টি হচ্ছিল। যা সাধারণ মানুষের দুর্ভোগ বাড়াচ্ছিল। শনিবার সেনাবাহিনীর ২৩ বীরের নেতৃত্বে অভিযানে কুমিল্লা শহরের বিভিন্ন এলাকায় অবৈধভাবে নির্মিত বাঁশের গেট অপসারণ করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহাদাৎ হোসেন ও সেনাবাহিনীর কুমিল্লা সদর ক্যাম্পের সিনিয়র ওয়ারেন্ট অফিসার শাহাদাত হোসেন। এতে সহযোগিতা করেন কুমিল্লা সিটি কর্পোরেশন ও কোতোয়ালি মডেল থানা পুলিশ।
নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহাদাৎ হোসেন জানান, ‘জনগণের চলাচল বিঘœ করে ফুটপাত দখল করে রাখে ব্যবসায়ীরা। বারবার নোটিশ দেওয়ার পরেও তারা ফুটপাত ছেড়ে দেননি। তারই প্রেক্ষিতে আজ ফুটপাত দখলমুক্ত করার অভিযান পরিচালনা করা হয়।
মোবাইল: ০১৭১৭-৯১০৭৭৭
ইমেইল: newsamod@gmailcom
www.amodbd.com