প্রতিনিধি।।
সারাদেশে অব্যাহত ধর্ষণ, নিপীড়ন ও সহিংসতার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের নজরুল হলের শিক্ষার্থীরা।
রোববার (৯মার্চ) রাতে নগরী ভিক্টোরিয়া কলেজের ডিগ্রি শাখার ক্যম্পাস এলাকায় এ বিক্ষোভ মিছিল হয়। এতে নজরুল হল ও কলেজের পাঁচ শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেছেন।
দেখা যায়, কলেজে এলাকার দৌলতপুর মোড় প্রদক্ষিণ করে ধর্মপুর হয়ে কলেজের হৃদয়ে বাংলাদেশ ম্যুরালের সামনে এসে বিক্ষোভ মিছিলটি শেষ হয়। এসময় এক সংক্ষিপ্ত সমাবেশ হয়।
বিক্ষোভ মিছিলে ধর্ষণবিরোধী স্লোগানে উত্তাল হয়ে উঠে দৌলতপুর, ধর্মপুরসহ কলেজের ক্যাম্পাস। তুমি কে, আমি কে, আছিয়া আছিয়া, আমার সোনার বাংলায় ধর্ষকদের ঠাঁই নাই। সাড়া বাংলায় খবর দে, ধর্ষক ধরে কবর দে।
এসময়, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের নজরুল হলের আবাসিক শিক্ষার্থীদের মধ্যে থেকে বক্তব্য রাখেন, হিসাববিজ্ঞান বিভাগের মাস্টার্স শেষ বর্ষের শিক্ষার্থী মেহেদী হাসান, ছাত্রদলের পদ প্রত্যাশী মো. ওমর ফারুক, মো. সবুজ, সাইদুল, সোহাগসহ আরো অনেকে। এসময় দল মত নির্বিশেষে সকল শিক্ষার্থী বিক্ষোভ সমাবেশে অংশগ্রহণ করেন।
মোবাইল: ০১৭১৭-৯১০৭৭৭
ইমেইল: newsamod@gmailcom
www.amodbd.com