নতুন ঘর পেলেন বাক প্রতিবন্ধী জাহেরা বেগম

উপজেলা রিপোর্টার,চৌদ্দগ্রাম ।।
কুমিল্লার চৌদ্দগ্রামে বাক প্রতিবন্ধী জাহেরা বেগমকে নতুন টিনসেড ঘর উপহার দিয়েছে স্বপ্নপূরণ ফাউন্ডেশন। বুধবার উপজেলার শুভপুর ইউনিয়নের খামারপুস্করণী গ্রামে প্রতিবন্ধীর হাতে ঘরের চাবি হস্তান্তর করেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কাজী শেখ ফরিদ। এ সময় উপস্থিত ছিলেন স্বপ্নপূরণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মোশাররফ হোসেন, পরিচালক মনির হোসেন খোকন, আবদুল মমিন, মোহাম্মদ হোসেন নয়ন, মনোয়ার হোসেন, সাংবাদিক মোঃ এমদাদ উল্যাহ, ফখরুদ্দিন ইমন, বেলাল হোসেন শাকিল, সদস্য আবুল হাশেম, মোঃ হাসান, আলাউদ্দিন, মোঃ মামুনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উল্লেখ্য, বাক প্রতিবন্ধী জাহেরা বেগমের ঘরটি দীর্ঘদিন যাবৎ ঝরাজীর্ণ দশায় ছিল। স্বপ্নপূরণ ফাউন্ডেশনের টিম খোঁজখবর নিয়ে নতুন টিনসেড ঘর নির্মাণ করে দেয়। এতে তিনিসহ এলাকাবাসী স্বপ্নপূরণ ফাউন্ডেশনের সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

inside post
আরো পড়ুন