নতুন ধানের জাত সংরক্ষণে ফলন বৃদ্ধি করতে হবে: কৃষি মন্ত্রী

কৃষি মন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেছেন, আবহমান কাল থেকে বাংলাদেশের মানুষ ভাত খেতে পছন্দ করেন। আমাদের প্রধান খাদ্য ভাত। কৃষি বিজ্ঞানীরা মানুষের পুষ্টি চাহিদা পূরণের লক্ষ্যে জিংক, আয়রণসহ নানা পুষ্টি উপাদান সংযুক্ত করে ধানের নতুন জাত উদ্ভাবন করেছেন। এর মধ্যে বঙ্গবন্ধু ধান ১০০ উল্লেখযোগ্য। কৃষি মন্ত্রী রবিবার বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউ (ব্রি), আঞ্চলিক কার্যালয় কুমিল্লার নতুন ভবন উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এ সময় কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন সকল প্রতিষ্ঠানের প্রধানগণকে ব্রি ধান ৮৪, ব্রি ধান ৮৮, ব্রি ধান ৮৯ এবং ব্রি ধান ৯২ এর বীজ উৎপাদন করে ধানের ফলন বৃদ্ধি করার জন্য নির্দেশনা প্রদান করেন। বিশেষ করে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষ্যে বঙ্গবন্ধু ধান ১০০ উৎপাদনের প্রতি বিশেষ নজর দেয়ার তাগিদ দেন। এ সময় উপস্থিত ছিলেন- কৃষি সচিব মোঃ সায়েদুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক কৃষিবিদ মোঃ বেনজির আলম, ব্রি‘র মহাপরিচালক ড. মোঃ শাহজাহান কবীর, জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান, পুলিশ সুপার ফারুক আহমেদ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কুমিল্লার উপ-পরিচালক মোঃ মিজানুর রহমান, ধান গবেষণা ইনস্টিটিউট কুমিল্লার মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. রফিকুল ইসলাম, বারি, ব্রি, বিনা উপকেন্দ্র, এআইএস, এসআরডিআই, ওএফআরডি, বিএডিসি’র কর্মকর্তারা।