নদী বাঁচাও - দেশ বাচাঁও এই শ্লোগানে কুমিল্লায় অনুষ্ঠিত হয়েছে নদী ও প্রকৃতি সুরক্ষায় করণীয়- প্রেক্ষিত কুমিল্লা শীর্ষক র্যালি ও আলোচনা সভা।
শনিবার দুপুরে কুমিল্লার কবি নজরুল ইন্সটিটিউট মিলনায়তন কেন্দ্রে নদী ও প্রকৃতি সুরক্ষা সামাজিক আন্দোলন ‘তরী বাংলাদেশ’ কুমিল্লা জেলা শাখা এর আয়োজন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা জেলা প্রশাসনের উন্নয়ন ও মানব সম্পদ ব্যবস্থাপনা বিভাগের অতিরিক্ত জেলা প্রশাসক মাহফুজা মতিন।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। তরী বাংলাদেশ এর আহ্বায়ক শামীম আহমেদ।
এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ঐতিহ্য কুমিল্লা’র প্রতিষ্ঠাতা সভাপতি জাহাঙ্গীর আলম ইমরুল, কবি নজরুল ইনস্টিটিউট, কুমিল্লা’র দায়িত্ব প্রাপ্ত কর্মকর্ত মো. আল-আমিন, নাঙ্গলকোট তিলিপ সুফিয়া নুরানী আলীম মাদ্রাসার অধ্যক্ষ সালেহ আহমেদ ভূইয়া।
বক্তারা বলেন, নদী এ দেশের সংস্কৃতি ও ঐতিহ্যের ধারক এবং নদ-নদী আমাদের দেশের শিরা উপশিরার মতো। সুতরাং নদীকে সুরক্ষা করা আমাদের নাগরিক দায়িত্ব।
প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক মাহফুজা মতিন বলেন, সারাদেশের অংশ হিসেবে কুমিল্লার প্রধান নদী গোমতীতে জেলা প্রশাসনের পক্ষ থেকে অনতিবিলম্বেই অবৈধ দখলদার মুক্ত করা হবে।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, তরী বাংলাদেশ এর আহবায়ক কমিটির সদস্য হৃদয় কামাল, রিপন চক্রবর্তী এবং খালেদা মুন্নি।
এর আগে কুমিল্লা জিলা স্কুলের সামনে থেকে একটি শোভাযাত্রা বের হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কবি নজরুল ইন্সটিটিউট কেন্দ্রে গিয়ে শেষ হয়।পরে হাবিবুর রহমানকে আহবায়ক ও মোঃ রেজাউল হাসানকে সদস্যসচিব করে তরীর কুমিল্লার বিশ সদস্যের আহবায়ক কমিটি গঠন করা হয়। তরী বাংলাদেশ কুমিল্লাৱ অন্যান্য সদস্যরা হলেন- মিজানুর রহমান, হোসেন সরকার বাবু, আবদুল কাইয়ুম, হানিফ চৌধুরী, মো. কামরুর রশীদ, উম্মে হানী, মো. শরীফ হোসেন, নাজমুন নাহার বিথী, ইবরাহিম খলিল, জামাল হোসেন, হাফিজ মাহমুদ, রাকিবুল হাসান রিজন, নাদিয়া সুলতানা, খন্দকার মেহজাবিন, জাফর সাদিক, রাজিব দাস, সুরাইয়া আক্তার সূচি ও মোঃ শরিফুল ইসলাম।. -প্রেস বিজ্ঞপ্তি।