প্রতিনিধি।।
নবাব ফয়জুন্নেছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার স্কুল মাঠে এ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক প্রফেসর ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল। তিনি বলেন, নারী শিক্ষার অগ্রদূত নবাব ফয়জুন্নেছা চৌধুরানী। তার প্রতিষ্ঠিত এ শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষা ও সংস্কৃতি চর্চার ক্ষেত্রে ধারাবাহিকভাবে সুনাম অক্ষুণœ রেখেছে। আগামী দিনেও এ শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রীরা জাতীয় জীবনে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে বিশ্বাস করি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নবাব ফয়জুন্নেছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাশেদা আক্তার। বিশেষ অতিথি ছিলেন মাউশি কুমিল্লা অঞ্চলের পরিচালক প্রফেসর সোমেশ কর, কুমিল্লা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর হাসানাত আনোয়ার উদ্দিন, মাউশি কুমিল্লা অঞ্চল উপপরিচালক আরিফুল ইসলাম, জেলা শিক্ষা অফিসার মো: রফিকুল ইসলাম, মাউশি কুমিল্লা অঞ্চলের সহকারী পরিচালক মোঃ হেলাল উদ্দিন ও কুমিল্লা সিটি কলেজের অধ্যক্ষ সৈয়দ আহমেদ।
মোবাইল: ০১৭১৭-৯১০৭৭৭
ইমেইল: newsamod@gmailcom
www.amodbd.com