প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২, ২০২৫, ৩:৪৪ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১, ২০২৫, ৮:৪৭ পূর্বাহ্ণ
নাচে-গানে-কথায় মুখরিত ২দিন

কুমিল্লায় শচীন মেলা
প্রতিবেদক।।
মর্ত্যের রাজ্য ছেড়ে সুরের সাম্রাজ্যে- এ শ্লোগানকে ধারণ করে কুমিল্লায় নাচে-গামে-কথায় মুখরিত ছিলো ২দিন। ২দিন ব্যাপী শচীন মেলার সফল সমাপ্তি ঘটেছে শুক্রবার। জেলা প্রশাসনের উদ্যোগে উপমহাদেশের প্রখ্যাত সঙ্গীতজ্ঞ শচীন দেব বর্মণ স্মরণে এ মেলা মহানগরীর চর্থা এলাকায় শিল্পীর বাড়ি প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।
মেলামঞ্চে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ আবুল বাসার ভূইয়া।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিভিল সার্জন ডা.আলী নূর মোহাম্মদ বশির আহমেদ।
আলোচক ছিলেন সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ডিন ও বিশিষ্ট নজরুল গবেষক ড. আলী হোসেন চৌধুরী, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মোঃ মশিউর রহমান ভূঞা ও এডভোকেট গোলাম ফারুক। বক্তারা বলেন, শচীন দেব বর্মণ সঙ্গীতজ্ঞ হওয়ার উৎস কুমিল্লার মাটি-মানুষ ও প্রকৃতি। এছাড়াও তিনি তাঁর গানে কুমিল্লার আঞ্চলিক ভাষা ব্যবহার করেছেন নির্দ্বিধায়। ত্রিপুরার রাজপরিবারের এ সন্তান কুমিল্লায় জন্মগ্রহণ করেছেন এবং তাঁর শিক্ষা জীবন শুরুও এই কুমিল্লায়। তিনি তাঁর গানে পল্লীজীবনের কথা,মেঠো পথের কথা এবং গ্রামীণ বাদ্যযন্ত্র যেভাবে সঙ্গীতে ব্যবহার করেছেন তা অত্যন্ত প্রশংসনীয়। বক্তারা শচীন সঙ্গীতচর্চায় আরো বেশি মনোযোগী হওয়ার জন্য নতুন প্রজন্মের প্রতি আহবান জানান।
সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ সাইফুল ইসলাম।
সাংস্কৃতিক পর্বে শচীন সঙ্গীত পরিবেশন করেন শিল্পী শিউলি রায়, কমল চন্দ্র দাস,একরামুল হক, বাউল রবিউল,মো.খোরশেদ আলম,ফাহমিদা বাধন, সেউতি সাহা সৃজা ও ইশতিয়াক আহমেদ পল্লব।
শচীনের গান ও নৃত্য পরিবেশন করে কবি নজরুল ইনস্টিটিউট কুমিল্লা কেন্দ্র, জেলা শিল্পকলা একাডেমি, নটরাজ নৃত্যাঙ্গন,জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ ও যাত্রী।
যন্ত্রসঙ্গীত শিল্পীদের মধ্যে সঙ্গত করেন রবিন, অভি,পাপ্পু, তন্ময়, রুবেল ও রাব্বী। অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন সুলতানা পারভীন দীপালী, মাহতাব সোহেল ও রুমানা রুমি।
মোবাইল: ০১৭১৭-৯১০৭৭৭
ইমেইল: newsamod@gmailcom
www.amodbd.com