প্রিন্ট এর তারিখঃ মে ১৫, ২০২৫, ১১:২০ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ১৯, ২০২৩, ৪:৫০ অপরাহ্ণ
নানা আয়োজনে খোশবাস বার্তার সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

আবু সুফিয়ান রাসেল।।
খোশবাস বার্তা একটি দায়িত্বশীল গণমাধ্যম। মানুষ আস্থা অর্জনের মধ্য দিয়ে কাজ করে যাচ্ছে। আমার ধারণা ছিলো এ অনুষ্ঠান বরুড়া হবে। আমি সবার অনুষ্ঠানে যাই। ইউনুস তোমার চলার পথে বাঁধা আসবে। তোমরা সাহসী সৈনিক। এগিয়ে যাও।
বিত্তবানরা রাজনীতির মাঠ দখল করতে চায়। টাকার অভাবে আমরা রাজনীতিতে হেরে যাচ্ছি। আমরা যারা সারা জীবন ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগ করেছি, আমারা বিত্তবানদের সাথে টিকতে পারছি না। রাজনীতিটা এক সময় রাজনৈতিক কর্মীদের ছিলো। এখন তা নেই। তারা টাকা দিয়ে সাহিত্যের মাঠ, রাজনীতির মাঠ, স্কুলের মাঠ দখল করতে চায়। রবিবার (১৯ মার্চ) জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খোশবাস বার্তার সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কুমিল্লা কবি নজরুল ইন্সটিটিউট মিলনায়তনে এ বক্তব্য রাখেন কুমিল্লা জেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা মফিজুর রহমান বাবলু।
প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন, আসুন সকল ভেদাভেদ ভুলে স্মার্ট বাংলাদেশ নির্মাণের সহযাত্রী হই। সরকারি চাকরির দরকার নেই। আউটসোর্সিং করে টাকা আয় করা যায়। কোন প্রচেষ্টা থেমে থাকে না। নদী আপন গতিতে চলে। তাই যে বাঁধা আসুক। আপন গতিতে কাজ করে যেতে হবে।
খোশবাস বার্তা'র আয়োজনে কুমিল্লার প্রান্তিক পর্যায়ের ৩০জন বীরমুক্তিযুদ্ধাকে সংবর্ধনা ও একজন প্রতিবন্ধী ব্যক্তিকে নগদ ৫০ হাজার টাকার চেক প্রদান করা হয়। এছাড়াও পাঁচজন অসহায় নারীর কর্মসংস্থানের জন্য সেলাই মেশিন প্রদান করা হয়। অনুষ্ঠানের শুরুতে বাংলাদেশ ও মুক্তিযুদ্ধ বিষয়ক কুইজ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। এতে স্কুল ও কলেজ পর্যায়ের অর্ধশত শিক্ষার্থী অংশ গ্রহণ করেন।
বীরমুক্তিযুদ্ধা জহিরুল হক দুলালের সভাপিত্বে বক্তব্য রাখেন কুমিল্লা বিশ্ববিদ্যালয় গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান কাজী আনিস, কুমিল্লা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাইয়েদ মাহমুদ পারভেজ, কুমিল্লা সরকারি মহিলা কলেজের সহকারী অধ্যাপক মো. মহসিন, ভিক্টোরিয়া কলেজের প্রভাষক কাজী আপন তিবরানী, খোশবাস বার্তার চেয়ারম্যান মো. ইউনুস খান, সংবাদকর্মী আব্দুর রহমান প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন রুবেল কুদ্দুস।
অনুষ্ঠানে বক্তারা বলেন, খোশবাস বার্তা একটি দায়িত্বশীল গণমাধ্যম। মানুষ আস্থা অর্জনের মধ্য দিয়ে কাজ করে যাচ্ছে। গত সাত বছরের শতশত পরিবার এ গণমাধ্যমের মাধ্যমে সহায্য সহায়তা পেয়েছে। বীরমুক্তিযুদ্ধারা সংবর্ধনা পেয়েছেন। আগামীদিনেও মানুষের কল্যাণে কাজ করবে, এ আমাদের প্রত্যাশা।
মোবাইল: ০১৭১৭-৯১০৭৭৭
ইমেইল: newsamod@gmailcom
www.amodbd.com