স্তন ক্যান্সারে বাংলাদেশে প্রতিবছর মৃত্যু হচ্ছে ৭হাজার ১৩৫জন নারীর
প্রতিনিধি।।
নারীদের প্রতি ৮জনের একজন স্তন ক্যান্সারের ঝুঁকিতে রয়েছেন। প্রতিবছর স্তন ক্যান্সারে বাংলাদেশে ১২হাজার ৬৬৪জন নারী আক্রান্ত হচ্ছেন। মৃত্যু হচ্ছে ৭হাজার ১৩৫জনের। এদিকে যে নারী সন্তানকে বুকের দুধ পান করান না,নি:সন্তান তারা ক্যান্সারের ঝুঁকিতে বেশি থাকেন। ৩৫বছরের বেশি বয়সের নারীদের প্রতি বছর একবার স্তন পরীক্ষা করানো প্রয়োজন। এতে সমস্যা প্রথমদিকে শনাক্ত হলে তা নিরুপণ সহজ হয়। তাই লজ্জা না করে চিকিৎসা নিতে হবে। স্তন ক্যান্সার প্রতিরোধে নিয়মিত স্ক্রিনিংয়ের গুরুত্ব শীর্ষক আলোচনা সভায় বক্তারা এই তথ্য জানান। শুক্রবার কুমিল্লা নগরীর গোমতী হাসপাতালের মিলনায়তনে এই সভার আয়োজন করা হয়। সহযোগিতায় ছিলো নারী উদ্যোগ কেন্দ্রের উইমেন্স ক্যান্সার কন্ট্রোল প্রোগ্রাম।
সভায় প্রধান অতিথি ছিলেন ব্রেস্ট সার্জারি বিশেষজ্ঞ ডা.আবু বকর সিদ্দিক ফয়সাল। বক্তব্য রাখেন উইমেন্স ক্যান্সার কন্ট্রোল প্রোগ্রাম সমন্বয়কারী রাশেদা আখতার,ব্লাস্ট কুমিল্লার সমন্বয়কারী অ্যাডভোকেট শামীমা আক্তার জাহান,বিজয়পুর মহিলা কলেজের সহকারী অধ্যাপক নাছিমা আকাতার পুতুল,মাঝিগাছা আক্তারুজ্জামান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাহিদা সুলতানা, সংগঠক মিয়া মোহাম্মদ তৌফিক ও ডা.ইরফান আলম মিশু প্রমুখ।
মোবাইল: ০১৭১৭-৯১০৭৭৭
ইমেইল: newsamod@gmailcom
www.amodbd.com