প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৪, ২০২৪, ৩:১৮ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ৪, ২০২১, ১০:২১ অপরাহ্ণ
নাসিরনগরে কভিডে স্কুল শিক্ষিকার মৃত্যু
এইচ.এম. সিরাজ, ব্রাহ্মণবাড়িয়া
পুত্র সন্তান প্রসবের এক মাসও পেরোয়নি। তার আগেই মহামারি কভিড কেড়ে নিলো স্কুলশিক্ষিকা তাহমিনা আক্তার ডলির (২৯) প্রাণ। শুক্রবার (৩ সেপ্টেম্বর) রাতে চিকিৎসাধীন অবস্থায় ঢাকার কুর্মিটোলা হাসপাতালে তিনি মারা যান। তাহমিনা আক্তার ডলি ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার কুলিকুণ্ডা দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক এবং একই গ্রামের মশিউর রহমানের স্ত্রী ছিলেন।
পারিবারিক সূত্র এবং শিক্ষিকা তাহমিনা আক্তার ডলির সহকর্মী উম্মে সালমা জানান, গত ২৬ দিন আগে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদরের একটি বে-সরকারি হাসপাতালে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে পুত্র সন্তান জন্ম দেন ডলি। সন্তান জন্মদানের পর ডলি হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে নাসিরনগরে নিজ বাড়িতে চলে যান। পরবর্তীতে জ্বর ও শ্বাসকষ্টে ভুগলে পরীক্ষার পর তার কভিড শনাক্ত হয়। এ অবস্থায় তাকে ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে আবার স্ট্রোকও করেন ডলি। শুক্রবার রাতে ডলি মারা যায়।
মোবাইল: ০১৭১৭-৯১০৭৭৭
ইমেইল: newsamod@gmailcom
www.amodbd.com