মোহাম্মদ শরীফ
প্রিমিয়ার লীগ ফুটবলের ১০৯ তম ম্যাচটি ছিল বসুন্ধরা কিংস বনাম চট্টগ্রাম আবাহনীর। কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে বৃহস্পতিবার বিকেল চারটায় গা-জলা রোদে নেমে পড়ে দু’দল। ধর্ম সাগর পাড়ের সবুজ ঘাসের মাঠে দুই দলের স্বাভাবিক ফুটবল দেখেছে গ্যালারীর দর্শক। যেন মনে হচ্ছিলো উপর থেকে রোদ ফুটবলারদের নিয়ন্ত্রণ করছে। প্রথমার্ধে বসুন্ধরার আক্রমণে রক্ষণার্থক ফুটবল খেলেছে চট্টগ্রাম। তবে নাইজিরিয়ান ফুটবলার থ্যাংকগড ও ক্যান্ডী অগাস্টিন সুযোগ খোঁজেছেন বেশ কয়েকবার বসুন্ধরার জিকোর জাল ছুঁতে। অবশ্য বিশ মিনিটেই চোট খেয়ে মাঠ ছাড়তে হয়েছে সুঠাম দেহের থ্যাংকগডকে। বিরতির পর গোল পোস্ট পরিবর্তন করে বাজিমাত করে বসুন্ধরা। অধিনায়ক কৌশিক বরুয়া ও কেহেন্ডি ইয়াসাকে বোকা বানিয়ে গোল তুলে নেয় বসুন্ধরার স্টাইকার স্প্যানিশ ফুটবলার নোহা মারং। এতে দ্বিতিয়ার্ধের ৫৪ মিনিটে ১-০ গোলে এগিয়ে যায় বসুন্ধরা। অবশ্য শেষ অবধি গোল পরিশোধের জবরদস্তি কম করেনি চট্টগ্রাম আবাহনী। ৯৫ মিনিট পর্যন্ত সুহেল রানা, ওমিড পপোলজাইরা জিকোর পোস্টে আক্রমণ করেও সফল হতে পারেনি।
মোবাইল: ০১৭১৭-৯১০৭৭৭
ইমেইল: newsamod@gmailcom
www.amodbd.com