প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২১, ২০২৪, ৩:১৭ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২৭, ২০২৪, ১১:৫২ পূর্বাহ্ণ
নিজের ঘরে এক যুগ পর সিরিজ হারল ভারত
ক্রীড়া ডেস্ক।।
তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টেও ভারতকে হারিয়েছে নিউজিল্যান্ড। বেঙ্গালুরুতে ৮ উইকেটে হারানোর পর পুনেতে হারিয়েছে ১১৩ রানে।
পুনেতে নিউজিল্যান্ডের দেওয়া ৩৫৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ২৪৫ রানে অলআউট হয় ভারত। এতেই এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ জিতে নিল কিউইরা।
ভারতের মাটিতে কিউইদের প্রথম টেস্ট সিরিজ জয়ও এটি।
চতুর্থ ইনিংসে চতুর্থ ইনিংসে এই রান তাড়া করা সহজ ছিল না। বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতে রোহিতকে হারালেও ১ উইকেটে ৯৪ রান তুলে ভারত। তবে এর পর শুরু হয় ব্যাটারদের আসা-যাওয়ার মিছিল।
বড় জুটি করতে ব্যর্থ হয় ব্যাটাররা। শেষ উইকেট হিসেবে জাদেজাকে যখন প্যাটেল আউট করেন, ততক্ষণে ইতিহাস হয়ে গেছে নিউজিল্যান্ডের। ভারতের মাটিতে প্রথম টেস্ট সিরিজ জয়। ভারতের হয়ে সর্বোচ্চ ৭৭ রান করেন জয়সওয়াল। প্রথম ইনিংসেও ভারত অলআউট হয়েছিল ১৫৬ রানে। জাদেজা করেছেন ৪২ রান।
ভারতের উইকেটে ধস নামিয়েছেন মিচেল স্যান্টনার। চতুর্থ ইনিংসে ৬ উইকেট শিকার করেছেন এই স্পিনার। দুই ইনিংস মিলে নিয়েছেন ১৫ উইকেট। ২টি উইকেট এজাজ প্যাটেল। দ্বিতীয় দিন শেষে ৩০১ রানে এগিয়ে থাকা নিউজিল্যান্ড তৃতীয় দিনে যোগ করেছে মাত্র ৫৭।শেষ ৫ উইকেট হারিয়ে অলআউট হয় ২৫৫ রানে। সিরিজের তৃতীয় ও শেষ টেস্ট ১ নভেম্বর মুম্বাইয়ে।
মোবাইল: ০১৭১৭-৯১০৭৭৭
ইমেইল: newsamod@gmailcom
www.amodbd.com