প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২২, ২০২৪, ১২:৫৯ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১৪, ২০২২, ৬:১৮ অপরাহ্ণ
নিজের ধানখেতে ইঁদুর মারার ফাঁদে বিদ্যুৎস্পৃষ্টে প্রবাসীর মৃত্যু
অফিস রিপোর্টার।।
কুমিল্লার বুড়িচং উপজেলার ষোলনল উত্তরপাড়া এলাকায় নিজের ধানখেতে ইঁদুর মারার ফাঁদে বিদ্যুৎস্পৃষ্টে মানিক মিয়া নামের এক প্রবাসীর মৃত্যু হয়েছে।
শুক্রবার বাড়ির পাশে প্রবাসীর নিজের জমিতে এ ঘটনা ঘটে।
নিহত মানিক মিয়া (৪০) ষোলনল এলাকার হুমায়ুন কবিরের ছেলে। তিনি ৫ দিন পূর্বে সৌদি আরব থেকে দেশে আসেন।
নিহতের বাবা হুমায়ূন কবির জানান, তার ছেলে বাড়ির পাশের নিজের জমিতে ইঁদুর মারার জন্য বৈদ্যুতিক ফাঁদ তৈরি করার সময় বিদুতের তারে জড়িয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
স্থানীয় ইউপি সদস্য সিরাজুল ইসলাম জানান, সকালে বাড়ির পাশে নিজের জমিতে পড়ে থাকা ছেঁড়া বিদ্যুতের তারে জড়িয়ে মানিক মিয়ার মৃত্যু হয়। নিহতের দুটি ছেলে আছে। বুড়িচং থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মারুফ রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় ও তাদের আবেদনের প্রেক্ষিতে মরদেহ ময়নাতদন্ত ছাড়া হস্তান্তর করা হয়েছে।
মোবাইল: ০১৭১৭-৯১০৭৭৭
ইমেইল: newsamod@gmailcom
www.amodbd.com