প্রতিনিধি।।
নিজ কলেজের কর্মীদের শীতবস্ত্র উপহার দিয়েছে শিক্ষার্থীরা। বৃহস্পতিবার কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের একটি মিলায়তনে আয়োজিত অনুষ্ঠানে এই উপহার দেয়া হয়। শিক্ষার্থীদের সংগঠন বাংলাদেশ ইয়ংস্টার সোশ্যাল অর্গানাইজেশন ভিক্টোরিয়া কলেজ শাখা আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলেজ অধ্যক্ষ প্রফেসর ড. আবু জাফর খান। অতিথি ছিলেন সহকারী অধ্যাপক ইউনুস মিঞা, শিক্ষা সংবাদ সম্পাদক মামুনুর রশিদ,সাংবাদিক মহিউদ্দিন মোল্লা, তৈয়বুর রহমান সোহেল ও মোহাম্মদ শরীফ। অনুষ্ঠান সমন্বয় করেন ভিক্টোরিয়া কলেজ শাখা ইউনিটের আহবায়ক মেহেদী হাসান সাকিব এবং প্রেসিডেন্ট মাইনুলসহ অন্যান্য সদস্যরা।
আয়োজকরা জানান,কুমিল্লা জেলা শাখায় ৬০০ কম্বল বিতরণ করা হবে। তার অংশ হিসেবে ভিক্টোরিয়া কলেজের ২৫ জন পরিচ্ছন্নতাকর্মীকে হুডি এবং ১০ জনকে কম্বল উপহার দেয়া হয়েছে।
কলেজ অধ্যক্ষ প্রফেসর ড. আবু জাফর খান বলেন, শিক্ষার উদ্দেশ্য মানবিক মানুষ হিসেবে নিজেকে গড়ে তোলা। আমাদের প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নিজেদের চাঁদায় কলেজের কর্মীদের শীতবস্ত্র উপহার দিয়েছে। তাদের মানবিক কাজ আমাকে আপ্লুত করেছে।
মোবাইল: ০১৭১৭-৯১০৭৭৭
ইমেইল: newsamod@gmailcom
www.amodbd.com