উপজেলা রিপোর্টার,চৌদ্দগ্রাম।।
অনাবাদী পতিত জমি ও বসতবাড়ির আঙ্গিনায় পারিবারিক পুষ্টি বাগান স্থাপন প্রকল্পের আওতায় নিরাপদ সবজি উৎপাদন ও মানবদেহে পুষ্টি উপাদানের উৎস ও প্রয়োজনীয়তা বিষয়ক উঠান বৈঠক অনুষ্ঠিত। বুধবার(২৬ ফেব্রুয়ারি) চৌদ্দগ্রাম উপজেলার বাতিসা ইউনিয়নের দৈয়ারা গ্রামে উপজেলা কৃষি অফিস এ উঠান বৈঠকের আয়োজন করে। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার জুবায়ের আহমেদ। এ ছাড়া আরো বক্তব্য রাখেন উপসহকারী কৃষি অফিসার মোঃ জিয়াউল আলম, বীর মুক্তিযোদ্ধা ইউনুছ মিয়া, মোঃ শাহাদাত চৌধুরী, আবুল হাসেম(সভাপতি, দৈয়ারা ওয়ার্ড)। বৈঠকে স্থানীয় কৃষক কৃষাণী ও বিভিন্ন স্তরের মানুষ অংশগ্রহণ করে।
স্থানীয় ক্রষক কিষানিরা বলেন, প্রকল্পটি তাদের কৃষিকাজে নতুন দিগন্ত উন্মোচন করবে এবং পরিবারের পুষ্টি চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
প্রধান অতিথি জুবায়ের আহমেদ বলেন, 'আমাদের মূল লক্ষ্য হচ্ছে পতিত জমিগুলোকে কাজে লাগিয়ে পরিবারগুলোর পুষ্টি নিশ্চিত করা এবং তাদের আর্থিকভাবে স্বাবলম্বী করা। এর মাধ্যমে যেমন পারিবারিক পুষ্টির চাহিদা পূরণ হবে, তেমনি বাড়বে পরিবারের আয় এবং কমবে ব্যয়ের চাপ।' উঠান বৈঠক শেষে পুষ্টি পরিবারের মাঝে পুষ্টি প্লেট ও পুষ্টি কার্ড এবং বিভিন্ন সবজির বীজ ও ফলজ চারা বিতরণ করেন।
মোবাইল: ০১৭১৭-৯১০৭৭৭
ইমেইল: newsamod@gmailcom
www.amodbd.com