প্রতিনিধি।।
জুলাই -আগস্ট গণঅভ্যুত্থানে নিহতদের স্মরণে কুমিল্লায় মৌন মিছিল করেছে কুমিল্লা দক্ষিণ জেলা ও মহানগর বিএনপি। শুক্রবার বিকালে নগরীর কান্দিরপাড়স্থ দক্ষিণ জেলা বিএনপি'র কার্যালয়ের সামনে থেকে মৌন মিছিল ও কালো ব্যাজ ধারণ করেন নেতাকর্মীরা। মিছিলটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এসময় উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব ভিপি আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবু, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি'র যুগ্ম-আহবায়ক আমিরুজ্জামান আমির,অ্যাড. আলী আক্কাস, মোস্তফা জামান,রেজাউল কাইয়ুম,সদস্য সফিউল আলম রায়হানসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা কর্মীরা।
এসময় বক্তারা বলেন, জুলাই -আগস্ট গণঅভ্যুত্থানে নিহতদের আত্মার মাগফেরাত কামনা করছি। আহতদের সুস্থতা কামনা করি। তাদেও আত্মত্যাগ কখনও ভুলার নয়। এসময় তারা সঠিক সময়ে নির্বাচন দিয়ে দেশকে গণতান্ত্রিক ধারায় ফিরিয়ে আনার আহবান জানান।
মোবাইল: ০১৭১৭-৯১০৭৭৭
ইমেইল: newsamod@gmailcom
www.amodbd.com