প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২২, ২০২৪, ১১:৫৪ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারি ১, ২০২৩, ৫:৫২ অপরাহ্ণ
অফিস রিপোর্টার।।
স্বেচ্ছাসেবী সংগঠন নূরপুর আলোর শক্তি ফাউন্ডেশনের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।
আগামী তিন বছর সভাপতির দায়িত্ব পালন করবেন আল আমিন পাটোয়ারী, সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালন করবেন রেজাউল করিম মানিক।
গত ১০ জানুয়ারি এক বিজ্ঞাপ্তিতে ফাউন্ডেশনের উদ্যোক্তা মো. আলমগীর হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটি ঘোষণা করা হয়। কুমিল্লার দেবিদ্ধার উপজেলার ফাতেহাবাদ ইউনিয়নের নূরপুরকে আলোকিত জনপদ তৈরিতে ভূমিকা রাখছে এ সংগঠন।
নতুন কমিটির অন্যান্য পদে আছেন সিনিয়র সহ সভাপতি মোঃ ফেরদৌস আলম জাহাঙ্গীর, সহ সভাপতি জিল্লুর রহমান সরকার,এ বি এম শরীফ, কাউসার আলম, এমদাদুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক তারেক আজিজ,গাজী শরীফুল ইসলাম,আনিছুর রহমান বিল্লাল ও ইকবাল হোসেন, সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ,সহ সাংগঠনিক আক্তারুজ্জামান দুলাল,অর্থ সম্পাদক খাইরুল ইসলাম, সহ অর্থ আমিনুল ইসলাম, দপ্তর সম্পাদক আরিফুল ইসলাম, সহ - দপ্তর গাজী সেলিম, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক গাজী জাহাঙ্গীর আলম, সহ আন্তর্জাতিক নাজমুল হাসান সুমন, আবদুল মান্নান, প্রচার সম্পাদক আল আমিন আরাফাত, সহ প্রচার- নাজমুল হাসান, শিক্ষা বিষয়ক সম্পাদক আবু সাইদ, সহ - শিক্ষা সম্পাদক হৃদয় খান, সংস্কৃতি বিষয়ক সম্পাদক সাদ্দাম হোসেন সরকার, সহ সংস্কৃতি সম্পাদক গাজী ইমরান হোসেন, দেলোয়ার হোসেন রোমান, মোঃ সুমন মিয়া, মোঃ রুহুল আমিন, ত্রাণ বিষয়ক- আতিকুর রহমান সহ ত্রাণ- আশরাফুল ইসলাম শাহীন। এছাড়াও কার্যকরী সদস্য হিসাবে কাজ করছেন হাবিবুর রহমান, সাজ্জাদ হোসেন জিহাদ,মাসুম সরকার,সামিউল বাছির রিপন,সাইদুল ইসলাম, মোঃ শামছুল ইসলাম, আব্দুল্লাহ আল মামুন, সাইফুল ইসলাম,তোফায়েল আহমেদ, আরিফ হোসেন, তানভীর হাসান অপু, কামরুল হাসান।
নূরপুর আলোর শক্তি ফাউন্ডেশনের সভাপতি আল আমিন পাটোয়ারী বলেন, মানবতার সেবায় এগিয়ে আসুন, স্বেচ্ছায় সমাজ উন্নয়নের লক্ষ্যে যোগ দিন এ স্লোগানে আমরা কাজ করছি। তরুন সমাজকে মাদক থেকে দূরে রাখতে ক্রীড়া চর্চা। মানুষের প্রয়োজনে পাশে থেকে সহযোগীতা করা। নতুন প্রজন্মকে পথ প্রদর্শন। নূরপুরের সকল মানুষের মেলবন্ধনে কাজ করছে আলোর শক্তি ফাউন্ডেশন। নতুন কমিটিতে যারা স্বেচ্ছাসেবী হিসাবে যোগ দিয়েছেন, আশাকরি আমরা সমাজকে ভালো কিছু উপহার দেবো।
প্রসঙ্গত, নূরপুর আলোর শক্তি ফাউন্ডেশন ২০২০ সালের পহেলা জানুয়ারি যাত্রা শুরু করে। অরাজনৈতিক, জনকল্যাণ মূলক স্বেচ্ছাসেবী এ ফাউন্ডেশন দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ, অসহায় ও দুস্থদের মাঝে ঈদ উপহার ও কোরবানীর গোশত বিতরণ, গরিব মেয়েদের বিয়ের খরচ বহনসহ বিভিন্ন সামাজিক উন্নয়ন কাজ করে যাচ্ছে। করোনাকালীন মাস্ক ও চিকিৎসা উপকরণ বিতরণ। গ্রামের সড়কে সড়কে বৈদ্যুতিক বাতি স্থাপন। স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের জন্য বৃত্তির ব্যবস্থা।