প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৩, ২০২৪, ১১:০৭ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ১, ২০২২, ১১:৩২ অপরাহ্ণ
নেচে গেয়ে ভোটের প্রচারণায় তৃতীয় লিঙ্গের মানুষরা
মাহফুজ নান্টু
নেচে গেয়ে আনন্দ উল্লাস করে ভোট চাচ্ছেন একদল তৃতীয় লিঙ্গের মানুষ। নিজেরাই গান পরিবেশন করছেন। পাশাপাশি ভোটও চাচ্ছেন। নগরীর প্রাণকেন্দ্র কান্দিরপাড় থেকে শুরু করে অলিগলি চষে বেড়াচ্ছেন তারা।
কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে সাবেক মেয়র স্বতন্ত্র প্রার্থী মনিরুল হক সাক্কুর পক্ষে তাদের অবস্থান।
বুধবার দিনভর তাদের দেখা যায় গানের সাথে নেচে গেয়ে আনন্দ উল্লাস করছেন। তাদের নাচ দেখতে ভীড় করছেন উৎসুক জনতা।
নাগি ও ববিতা বলেন, আমরা মানুষের কাছে হাত পেতে খাই। সাক্কু ভাই আমাদেরকে ভালোবাসেন। আমাদেরকে বলেছেন এবার নির্বাচিত হলে আমাদেরকে চাকরি দিবেন। আমরাও আর মানুষের কাছে হাত পাততে চাই না। তাই সাক্কু ভাইয়ের জন্য ভোট চাচ্ছি।
মেয়র প্রার্থী মনিরুল হক সাক্কু বলেন, তৃতীয় লিঙ্গের মানুষগুলো আমাকে ভালোবাসে। আমিও তাদেরকে আশ্বস্ত করেছি তাদের যেন আর কখনো হাত পেতে খেতে না হয়। তাদের চাকুরীর ব্যবস্থা করবো।
কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে ৫ মেয়র প্রার্থীসহ ১৪৭ জন প্রার্থী প্রতিদ্বন্ধীতা করছেন। নগরীর ২৭টি সাধারণ ও ৯টি সংরক্ষিত নারী ওয়ার্ডে মোট ভোটার ২ লাখ ২৭ হাজার ৭৯২ জন। আগামী ১৫ জুন ১০৫ টি কেন্দ্রে ইভিএম পদ্ধতিতে ভোটগ্রহন অনুষ্ঠিত হবে।
মোবাইল: ০১৭১৭-৯১০৭৭৭
ইমেইল: newsamod@gmailcom
www.amodbd.com