নেশার টাকার জন্য বাবা-মাকে শারিরীক নির্যাতন ও ঘরের আসবাবপত্র ভাঙচুরের পৃথক অভিযোগ উঠেছে কুমিল্লার হোমনায়। অভিযোগকারী ভুক্তভোগীদের একজন মুক্তিযোদ্ধা অন্যজন ব্যবসায়ী। তাদের অভিযোগের ভিত্তিতে উপজেলা নিবাহী কর্মকর্তা রুমন দে দুই যুবককে জেল জরিমানা করেন। সাজাপ্রাপ্তরা হলেন কাশিপুর গ্রামের মো. সোহাগ (২৪) ও শ্রীপুর কৃষ্ণপুর গ্রামের মো. হোসাইন (১৯)। এতে মো. সোহাগকে ৬ মাস ও হোসাইনকে ৩ মাসের বিনাশ্রম কারদণ্ডসহ উভয়কে নগদ দুইশ টাকা করে জরিমানা করা হয়। বৃহস্পতিবার তাদের জেল হাজতে পাঠানো হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নিবাহী কর্মকর্তা রুমন দে বলেন, তাদের বাবা-মায়ের অভিযোগ ছিল- সন্তান নেশার টাকা না পেয়ে প্রায়ই তাদের মারধর করতেন। তাদের গ্রামে গিয়ে লোকজনে সঙ্গে কথা বলেও এর সত্যতা পাওয়া যায়। তখন ভ্রাম্যামাণ আদালতের মাধ্যমে বুধবার বিকালে তাদের জেল এবং জরিমানার আদেশ দেয়া হয়।
মোবাইল: ০১৭১৭-৯১০৭৭৭
ইমেইল: newsamod@gmailcom
www.amodbd.com