নৌকায় ভোট দিয়ে ওএমএস কার্ড ফেরত নেবেন!

 

প্রতিনিধি।।
‘নৌকায় ভোট দিয়ে ওএমএস কার্ড ফেরত নেবেন’ বক্তব্যের অভিযোগে কুমিল্লা সিটি করপোরেশনের এক কাউন্সিলরকে শোকজ করেছেন কুমিল্লা-৬ আসনের নির্বাচনি অনুসন্ধান কমিটির চেয়ারম্যান,মোঃ সিরাজ উদ্দিন ইকবাল। ৬ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ আমিনুল ইকরামকে এই শোকজ করা হয়।
নোটিসে উল্লেখ করা হয়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদীয় আসন নং ২৫৪, কুমিল্লা-৬ এর ঈগল মার্কার স্বতন্ত্র প্রার্থী মিসেস আঞ্জুম সুলতানা সীমা রিটার্নিং অফিসার বরাবরে আপনার বিরুদ্ধে দাখিলকৃত একটি অভিযোগের অনুলিপি অত্র কমিটির নিকট প্রেরণ করেন। উক্ত অভিযোগ অনুযায়ী আপনি কুমিল্লা সিটি কর্পোরেশনের ৬ নং ওয়ার্ডের কাউন্সিলর হিসাবে ওয়ার্ড কার্যালয়ে বিগত ২২ডিসেম্বর বিকালে মতবিনিময় সভা করেন। এত ৭ তারিখে নৌকা মার্কায় ভোট দিয়ে ওএমএস কার্ড ফেরৎ নেওয়ার কথা বলে আপনার অফিস সহকারীর মাধ্যমে সকলের কার্ড জমা রাখেন, যা নির্বাচনি আচরণ বিধির লঙ্ঘন। এমতাবস্থায় আপনার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য কেন নির্বাচন কমিশনে সুপারিশসহ প্রতিবেদন প্রেরণ করা হবে না তা সশরীরে হাজির হয়ে ব্যাখ্যা প্রদানের জন্য নির্দেশ দেওয়া গেল। ৩০ডিসেম্বর নির্বাচনি অনুসন্ধান কমিটি, কুমিল্লা-৬ এর অস্থায়ী কার্যালয় ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল, কুমিল্লাতে হাজিরের জন্য নির্দেশ দেয়া হলো।
অভিযুক্ত কাউন্সিলর মোঃ আমিনুল ইকরামকে একাধিকবার কল করে তার ফোন ব্যস্ত পাওয়া যায়। তাই তার বক্তব্য জানা সম্ভব হয়নি।