পদত্যাগ চাওয়া শিক্ষার্থীদের নিয়ে অপপ্রচারের প্রতিবাদ

প্রতিবেদক।।

কুমিল্লার মুরাদনগরে উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূইয়ার পদত্যাগের দাবিতে করা মিছিলে জোরপূর্বক শিক্ষার্থীদের আনা হয়েছে বলে করা অপপ্রচারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে মুরাদনগরের বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা।
৪ মে বিকেলে মুরাদনগর সদরে বিক্ষোভ মিছিল করে সাধারণ শিক্ষার্থী ও জনতা। এছাড়াও অধ্যক্ষ আব্দুল মজিদ কলেজ, কোড়েরপাড় আদর্শ ডিগ্রি কলেজ, কাজী নোমান আহমেদ ডিগ্রি কলেজসহ মুরাদনগরের বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করে।
জানাযায,কুমিল্লার মুরাদনগরে গত ৩০ এপ্রিল অন্তবর্তীকালীন সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূইয়ার পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল করে মুরাদনগরের বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থী ও জনতা। শিক্ষার্থীদর মিছিলের শুরুতেই ব্যানার কেড়ে নেয় মুরাদনগর থানার ওসি জাহিদুর রহমান। মিছিলের ব্যানার কেড়ে নেওয়ার দৃশ্য ভাইরাল হয়।
সেদিন আসিফ মাহমুদ সজিব ভূইয়া সমর্থকরা পদত্যাগের দাবিতে করা মিছিল আওয়ামী লীগের লোকজন করেছে বললেও আজ ৪ মে কাজী নোমান আহমেদ ডিগ্রি কলেজ থেকে জোর করে শিক্ষার্থী এনে মিছিল করেছে বলে অভিযোগ উঠেছে।
কাজী নোমান আহমেদ ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো.সাত্তার মিয়া বলেন- শিক্ষার্থীরা কলেজে আসে পড়াশোনা করার জন্য। তাদের সাথে আমাদের পাঠদানের সম্পর্ক। কোন আন্দোলনে মিছিলে পাঠানো তো আমাদের কাজ না। আর জোর করার প্রশ্নই আসে না। শিক্ষার্থীদের সাথে মিছিল নিয়ে কোন কথাই হয়নি।